Book Name:Do Noor Wale Sahabi
চেহারায় আনন্দের ঢেউ খেলে গেল। অন্যদিকে মুনাফিকদের চেহারা বিষণ্ণ হয়ে গেল। প্রিয় নবী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে যখন সেই ৭টি উট পেশ করা হলো, তখন তিনি বললেন: এটা কী? কার পক্ষ থেকে? আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উসমান গণী رَضِیَ اللهُ
عَنْہُ আপনার খেদমতে হাদিয়া পেশ করেছেন।
বর্ণনাকারী বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কথা শুনলেন তখন আমি নিজে দেখলাম, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়ার জন্য হাত তুললেন এবং এত উঁচু করলেন যে, মস্তক মোবারকের চেয়েও উপরে চলে গেল। অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য এমন দোয়া করলেন যে, তাঁকে এমন দোয়া কখনও কারও জন্য করতে দেখিনি। (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ:২৫)
এক বর্ণনায় আছে: তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন: হে আল্লাহ পাক! আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। (ফাযাইলে সাহাবা, পৃ: ৪৮৪, হাদীস: ৭৮৪)
হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি প্রিয় নবী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখেছি! রাসূলে পাক صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত হযরত উসমান গণী رَضِیَ اللهُ
عَنْہُ এর জন্য এই দোয়া করতে থাকলেন: হে আল্লাহ পাক! আমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও।
(তারিখে দামেশক, খণ্ড: ৩৯, পৃ: ৫৪ )
মুস্তফার সন্তুষ্টি লাভ করা বিরাট ফযীলত
প্রিয় ইসলামী বোনেরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সৌভাগ্য দেখুন! ঈর্ষণীয় বিষয়, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত তাঁর জন্য দোয়া করলেন: ইয়া আল্লাহ! আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও।
! اَللهُ اَكْبَر যাঁর প্রতি আল্লাহর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্ট হয়ে যান, তাঁর আর কী চাই...!!