Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী একের পর এক হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একারণে তাঁকে যুন নূরাইন বলা হয়

(আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

তেরী নসলে পাক মেঁ হে বাচ্চা বাচ্চা নূর কা

প্রিয় ইসলামী বোনেরা! থেকে জানা গেল যে, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেও নূর এবং আল্লাহ পাকের অনুগ্রহে তাঁর পবিত্র বংশের প্রতিটি সন্তানও নূর দেখুন! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুননূরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়, কারণ তাঁর সাথে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী (অর্থাৎ হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہُمَا) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্থাৎ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই দুই শাহজাদী নূর এবং হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় তিনি দুই নূরের অধিকারী হলেন জানা গেল! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদীদের নূর মানা শুধু সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকীদাই নয়, বরং ফেরেশতারাও হযরত উসমান رَضِیَ اللهُ عَنْہُ কে যুননূরাইনই বলেন যেন ফেরেশতাদেরও এই আকীদা যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজে তো নূরই, তাঁর সন্তানগণও নূর

প্রিয় ইসলামী বোনেরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুননূরাইন বলার আরও কিছু কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন:

যুননূরাইন উপাধির দ্বিতীয় কারণ

() উলামায়ে কেরাম বলেন: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর এই শান যে, রোজ কিয়ামতে যখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতে প্রবেশ করবেন, তখন তাঁর সংবর্ধনায় জান্নাতে দুটি নূর ঝলমল করবে একারণে তাঁকে যুননূরাইন বলা হয় (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

যুননূরাইন উপাধির তৃতীয় কারণ

(৩) ইমাম আবু হুসাইন কাযবীনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর এই মহৎ অভ্যাস ছিল যে, তিনি বিতরের নামাযে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করতেন। যেহেতু কুরআনও নূর এবং রাতের কিয়াম (অর্থাৎ রাতে নামায