Book Name:Do Noor Wale Sahabi
শাহজাদীদের বিবাহ ওহীর মাধ্যমে সম্পন্ন হয়
আমাদের আকা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: নিশ্চয় আল্লাহ পাক আমার প্রতি ওহী অবতীর্ণ করেছেন যে, আমি যেন আমার দুই শাহজাদীর বিবাহ উসমানের সাথে দিই।
(আশ শরীয়াতুন লিল আজিরি, খণ্ড: ৪, পৃ: ১৯৩৮, হাদীস: ১৪০৬)
প্রিয় ইসলামী বোনেরা! জানা গেল যে, প্রিয় আকা, মদীনাওয়ালা মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদীগণ আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মকবুল যে, তাঁদের বিবাহের সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন। এর থেকে এটাও অনুমান করুন যে, আল্লাহ পাক তাঁর সর্বাধিক প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় কন্যাদের জন্য যাঁকে নির্বাচন করেছেন, অর্থাৎ হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী?
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর বৈশিষ্ট্যসমূহের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য এই যে, তিনি উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: লজ্জা ঈমানের অঙ্গ এবং উসমান رَضِیَ اللهُ عَنْہُ আমার উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল। (জামে সগীর, পৃ: ২৫৩, হাদীস: ৩৮৬৯ ) মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি বন্ধ কামরায় গোসল করি, তখনও আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে সংকুচিত হয়ে যাই। (লজ্জাশীল যুবক, পৃ: ৯)
প্রিয় ইসলামী বোনেরা! আমাদেরও নিজেদের লজ্জার মান যাচাই করা উচিত। হাদীস শরীফে আছে: লজ্জা যত বেশি হয়, ততই উত্তম। (মুসলিম, পৃ: ৩৯, হাদীস: ৩৭) আফসোসের বিষয় এই যে, আমাদের একটি বিরাট অংশ সেখানে লজ্জা করে না যেখানে লজ্জা করা উচিত, আর সেখানে লজ্জা করে যেখানে লজ্জা করা উচিত নয়। যেখানে গুনাহ হয়, সেখানে লজ্জা করতে হয়। একইভাবে বেপর্দা ও বদনজরীর ক্ষেত্রে লজ্জা করতে হয় যে, আমার রব আমাকে দেখছেন, আমার কী হবে!! লজ্জার সর্বাধিক হক