Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

আসা, যাওয়া, প্রতিটি বিষয়ে আমাদের ফ্যাশন দেখতে হবে না, যুগের পরিস্থিতি দেখতে হবে না, বরং আমাদের একটিই বিষয় দেখতে হবে, আর তা হলো, আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক আচরণ কেমন ছিল হায়...! আমাদেরও যদি হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর মতো রাসূলের প্রেম নসীব হতো, আমাদেরও যদি এমন সুন্দর চিন্তা ভাবনা আসত এবং আমরাও যদি সুন্নাতে মুস্তফার চলমান প্রতিচ্ছবি হয়ে যেতাম

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পূর্বে তাওয়াফ করেননি

প্রিয় ইসলামী বোনেরা! এই সময় আরও একটি বড় ঈমান উদ্দীপক ঘটনা ঘটেছিল ঘটনাটি হলো, যখন হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ মক্কা মুকাররমায় ছিলেন, তখন তাঁর চাচাতো ভাই আবান বিন সাঈদ তাঁকে বলল: " یَابْنِ عَمِّ طُفْ!" (হে চাচাতো ভাই! তাওয়াফ করে নিন...!!) হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: হে আবান বিন সাঈদ! আমাদের একজন রাসূল আছেন, একজন প্রিয়তম আছেন, আমরা কোনো কাজই নিজের ইচ্ছায় করি না প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রথমে করেন, আমরা যা কিছুই করি, তাঁর অনুসরণেই করি (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ২২)

রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে অগ্রবর্তী হওয়া নিষেধ

سُبْحَانَ الله! আল্লাহ পাক আমাদেরকেও এমন ইশকে রাসূল, এমন পরিপূর্ণ ভালবাসা নসীব করুন আহ! আমরাও যেন আমাদের প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণকারী হয়ে যাই আফসোস! আজকাল মানুষ যুক্তির ঘোড়া ছোটায়, কুরআন হাদীসের শিক্ষাকে যুক্তির মানদণ্ডে মাপে, ফ্যাশনপ্রীতিতে এমনভাবে ডুবে আছে যে, সুন্নাতে মুস্তফা গ্রহণ করা তো দূরের কথা, সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করে না আহ! আমরাও যেন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসারী হয়ে যাই আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:

يٰۤاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰہِ وَ رَسُوْلِہٖ وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَمِیْعٌ عَلِیْمٌ (۱)

(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত )               কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহ তাঁর রসূলের আগে বাড়বেনা এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ শুনেন, জানেন