Book Name:Do Noor Wale Sahabi
গুনাহ করে ফেলে, নৈতিকতার সীমা লঙ্ঘন করে অনৈতিকতার ময়দানে নেমে আসে এবং মানবতা বিবর্জিত কাজ করতেও লজ্জা অনুভব করে না।
প্রিয় ইসলামী বোনেরা! লজ্জার মানসিকতা তৈরির জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাতের চমৎকার পুস্তিকা ‘লজ্জাশীল যুবক’ মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করে পড়ুন! এবং অন্যদেরও পড়ার জন্য উৎসাহিত করুন। اِنْ شَآءَ الله লজ্জার জয়জয়কার হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
চতুর্থ বৈশিষ্ট্য: দোয়ায়ে মুস্তাফার প্রতি আকাঙ্ক্ষী
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি অত্যন্ত প্রিয় বৈশিষ্ট্য যে, প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অধিক পরিমাণে তাঁর জন্য দোয়া করতেন। আসুন! এই বিষয়ে কয়েকটি বর্ণনা শুনি:
কারও জন্য এমন দোয়া করতে দেখিনি
তাবুকের যুদ্ধের ঘটনা। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর একটি দল সফরে ছিলেন। পথে এক স্থানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। খাদ্য ও পানীয় সামগ্রী শেষ হয়ে গেল, প্রচণ্ড গরম ছিল, ক্ষুধা ও পিপাসার তীব্রতা বেড়ে গেল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর চেহারায় বিষণ্ণতার ছাপ দেখা যেতে লাগল, পক্ষান্তরে মুনাফিকরা এই অবস্থা দেখে আনন্দিত হচ্ছিল।
রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন এই পরিস্থিতি দেখলেন, তখন গায়েবের খবর জানিয়ে বললেন: আল্লাহর কসম! সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আল্লাহ পাক তোমাদের কাছে রিযিক পাঠিয়ে দেবেন।
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ ও সেই সেনাদলে উপস্থিত ছিলেন। তিনি যখন মুস্তাফার এই বাণী শুনলেন, তখন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ শুরু করলেন। তিনি খাদ্যশস্যে পরিপূর্ণ ৭টি উট ক্রয় করলেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে হাজির করে দিলেন। যখন সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এই উটগুলো দেখলেন, তখন তাঁদের