Book Name:Do Noor Wale Sahabi
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী বোনেরা! মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। * তিনি আশারায়ে মুবাশশারার (অর্থাৎ সেই ১০ জন সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان যাদেরকে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পৃথিবীতেই বিশেষত জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই ১০ জনের) অন্তর্ভুক্ত। * তাঁর সম্মানিত নাম উসমান। * উপনাম আবু আমর এবং আবু আব্দুল্লাহ। * উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর একটি বিশেষ ফযীলত এই যে, তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত উম্মে হাকীম رَضِیَ اللهُ عَنْہَا এর নাতি (অর্থাৎ প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর নানীজান)। * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে ১৮ই যিলহজ্জুল হারাম ৩৫ হিজরীতে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ৩৭)
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর কতিপয় বৈশিষ্ট্য
যদিও হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর অসংখ্য ফযীলত রয়েছে, তবে আজ আমরা তাঁর কয়েকটি বৈশিষ্ট্য শোনার সৌভাগ্য অর্জন করব;
প্রথম বৈশিষ্ট্য: উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ হলেন যুননূরাইন
হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রথম এবং সুপরিচিত বৈশিষ্ট্য হলো, তাঁকে যুন নূরাইন (অর্থাৎ দুই নূরের অধিকারী) বলা হয়। সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মধ্যে শুধুমাত্র তাঁকেই যুন নূরাইন উপাধি প্রদান করা হয়েছে।
মুসলমানদের চতুর্থ খলীফা হযরত আলীউল মুরতাদা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে কেউ আরজ করল: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে কিছু ইরশাদ করুন? হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ বললেন: উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এমন এক ব্যক্তিত্ব, যাঁকে ফেরেশতাদের মধ্যেও যুন নূরাইন বলে ডাকা হয়। (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ৬)
প্রিয় ইসলামী বোনেরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুন নূরাইন কেন বলা হয়? এর কয়েকটি কারণ রয়েছে; (১) একটি সুপ্রসিদ্ধ কারণ হলো, প্রিয় আকা, মক্কী