Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সুন্নাতের অনুসারী ছিলেন তাই তিনি সুন্নাতের অনুসরণে নিজের তেহবন্দ মোবারক (লুঙ্গি) টাখনুর উপরে রেখেছিলেন কিন্তু কাফেররা এটাকে খারাপ মনে করত কাফেররা অহংকার গর্বের প্রতীক হিসেবে তহবন্দ টাখনুর নিচে রাখত হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এর চাচাতো ভাই আবান বিন সাঈদ যখন তাঁর তহবন্দ মোবারক টাখনুর উপরে দেখল, তখন ব্যঙ্গ করে বলল: কী ব্যাপার, আমি তোমাকে দুর্বল অবস্থায় দেখছি, তোমার তহবন্দ টাখনুর উপরে? এর অর্থ ছিল, হে উসমান! তুমি ধনী ব্যক্তি ছিলে, তোমার একটা নাম ছিল, কী অবস্থা করেছ? তুমি দূত হয়ে এসেছ, তোমার তো একটু পরিপাটি হয়ে আসা উচিত ছিল, কিন্তু তোমার অবস্থা খুব দুর্বল লাগছে, তোমার তহবন্দ টাখনুর উপরে

এর উত্তরে হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত চমৎকার উত্তর দিলেন, অন্তরের কান দিয়ে শুনুন! তিনি বললেন: আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তহবন্দ শরীফ এমনই (অর্থাৎ টাখনুর উপরেই) থাকে (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ:২২)

অর্থাৎ মক্কাবাসীরা আমাকে কী বলবে, তাদের দৃষ্টিতে আমার কী প্রভাব পড়বে, আমার তাতে কোনো পরোয়া নেই আমার আদর্শ (Ideal) আমার প্রিয়তম, আমি তাঁর প্রতিটি আচরণ অনুসরণ করাতেই গর্ববোধ করি (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ:২২)

سُبْحَانَ الله! প্রিয় ইসলামী বোনেরা! কত সুন্দর কথা! সুন্নাতে মুস্তফা আমাদের জন্য মানদণ্ড আল্লাহ পাক ইরশাদ করেন:

لَقَدْ کَانَ لَکُمْ فِیْ رَسُوْلِ اللّٰہِ اُسْوَۃٌ حَسَنَۃٌ

(পারা ২১, সূরা আহযাব, আয়াত ২১)                       কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম

 

    জানা গেল; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক জীবন আমাদের জন্য সর্বোত্তম নমুনা। * আমাদেরকে তাঁর অনুসরণ করতে হবে। যুগ কেমন চলছে? পরিস্থিতি কেমন? আমাদের তা দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা কী? মোটকথা, ওঠা, বসা, চলা, ঘুমানো, জাগা,