Book Name:Talib e Ilm e Deen Par Karam Ho Gaya
উম্মত হলো, যার অন্তরে ঈমানের নূর তো আছে, কিন্তু তার জীবন গুনাহে অতিবাহিত হচ্ছে, সে হলো সবচেয়ে নিম্ন স্তরের * অতঃপর এর উপরে নেককার মুসলমানের স্তর * অতঃপর এর উপরে শহীদদের স্তর * অতঃপর এর উপরে মুত্তাকী পরহেযগারদের স্তর * মুত্তাকী পরহেযগারদের উপরে ওলীদের স্তর * সাধারণ আউলিয়ার উপরে আওতাদের স্তর * আওতাদের উপরে আবদালদের স্তর * আবদালদের উপরে কুতুবদের স্তর * কুতুবদের উপরে কুতুবুল আকতাবদের স্তর * কুতুবুল আকতাবদের উপরে গাউসের স্তর * সাধারণ গাউসের উপরে গাউসুল আযমের স্তর * অতঃপর এভাবে বেলায়তের স্তর সমূহ * এই সকল বেলায়তের স্তরের মধ্যে উচ্চ স্তর হলো সাহাবাদের * সাহাবায়ে কেরামের عَلَیْہِمُ الرِّضْوَان মধ্যে উচ্চ স্তর হলো আনসারী সাহাবায়ে কেরামের عَلَیْہِمُ الرِّضْوَان * আনসাররের উপরে মুহাজিরদের স্তর * মুহাজিরদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলেন সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর * সিদ্দিকে আকবরের উপরে নবীগণ * নবীদের উপরে রাসূলগণ * রাসূলদের উপরে উলুল আযম নবীগণ * উলুল আযম নবীগণের মধ্যে উপরে হযরত ইবরাহীম খলিলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর মর্যাদা * এবং হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর উপরে খাতামুন নবিয়্যিন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্তর। (শানে হাবিবুর রহমান, ১২৫ পৃ:)
اَللهُ اَكْبَر হে
আশিকানে রাসূল! ভাবুন তো! এটি শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণ!
বাস্তবে আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা
কিরূপ, তা তো কেউ উপলব্ধিও করতে
পারবে না। কেবল সংক্ষিপ্তভাবে এই মর্যাদাগুলোই দেখে নিন, তবে আমাদের প্রিয় নবী
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাধারণ
একজন উম্মতির তুলনায় কত উচ্চ মর্যাদাসম্পন্ন, এখন হাদিসে পাক শ্রবণ করুন! ইরশাদ হচ্ছে: একজন আলিমে
দ্বীন ইবাদতগুজার মুসলমানের তুলনায় এমনই মর্যাদা সম্পন্ন, যেমনটি আমার শ্রেষ্ঠত্ব একজন
সাধারণ উম্মতির উপর।
এটাই হলো ওলামায়ে কেরামের শান... ! আল্লাহ পাক আমাদের সবাইকে আমলদার আলিমে দ্বীন হওয়ার তাওফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِ النَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশিকানে রাসূল! ভাবুন তো! ইলমে দ্বীনের কিরূপ ফযিলত, কিন্তু দুঃখের বিষয়! আমাদের উদাসিনতা...! নফস অলসতা প্রদান করে, পরিশ্রম ও কষ্টকে এড়িয়ে যেতে চায়, শয়তান কুমন্ত্রণা দেয়, কখনো সম্মান ও খ্যাতির লোভে পতিত করে, কখনো সম্পদ ও অর্থের লোভে লিপ্ত করে দেয়, মনে কুমন্ত্রণা আসে যে, যদি ইলমে দ্বীন অর্জনে লেগে যাই, তাহলে উপার্জন কিভাবে করব, খাবো কোত্থেকে? এত বড় ব্যবসা, সময় কিভাবে বের করবো, দোকান ছেড়ে যেতে পারবো না, চাকরি থেকে সময় বের করতে পারছি না, এছাড়াও আরো নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে দুষ্ট শয়তান আমাদের ইলমে দ্বীনের সৌভাগ্য থেকে বঞ্চিত করে দেয়।