Book Name:Talib e Ilm e Deen Par Karam Ho Gaya
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৩ এপ্রিল ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫
মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩)
পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
দ্বীনি জ্ঞান অর্জনকারীদের অবশিষ্ট মাদানী ফুল
* জ্ঞান অর্জন করার পর তা প্রকাশ না করা ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো, যে ধন-সম্পদ সংগ্রহ করে অতঃপর তা থেকে কিছুই খরচ করে না। (মুজামু আওসাত, ১/২০৪, হাদিস ৬৮৯) * যখন কোনো আলিমে দ্বীনকে কোন প্রশ্ন করার প্রয়োজন পড়বে তখন সৌজন্যতার সাথে তার কাছ থেকে অনুমতি নিয়ে নিন। (আরাবীর প্রশ্ন ও আরবি আক্বার উত্তর, ৬ পৃ:) * জ্ঞান বৃদ্ধির জন্য অনুসন্ধান এবং প্রশ্নের মাধ্যমে বোধ অর্জিত হয়, তাই যা কিছু তুমি জানো না, তা জানার চেষ্টা করো এবং যা জানো, তার উপর আমল করো। (জামেয়ে বয়ানুল ইলম ওয়া ফদলুহু, ১/১২২, হাদিস: ৪০২) * জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যৌবনের শুরুতে, সেহরির সময় ও মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়। তবে এই বিষয়টি তো ফযিলতের ছিলো, কিন্তু একজন শিক্ষার্থীর তো সর্বদা জ্ঞান অর্জনে নিমগ্ন থাকতে হবে। (রাহে ইলম, ৭৩ পৃ:) * শিক্ষার্থীকে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত কেননা ঝগড়া ও বিশৃঙ্খলা সময় নষ্ট করে ফেলে। (রাহে ইলম, ৭৪ পৃ:) * দ্বীনি শিক্ষার্থীকে ইলমে দ্বীনের পথে আসা বিপদাপদ ও অপমানও হাসিমুখে সহ্য করা উচিত। (প্রাগুক্ত, ৮০ পৃ:) * শিক্ষার্থী যত বেশি পরহেযগার হয়, তার জ্ঞানও তত বেশি উপকার প্রদানকারী হয়ে থাকে। (প্রাগুক্ত, ৮১ পৃ:) * শিক্ষার্থীর উচিত যে, সব সময় কিতাব নিজের সাথে রাখা, যাতে অবসর সময়ে তা অধ্যয়ন করা যায়। (প্রাগুক্ত, ৮৫ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামির সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী জ্ঞান বৃদ্ধির দোয়া মুখস্ত করানো হবে। দোয়াটি হল:
رَّبِّ زِدْنِیْ عِلْمًا(۱۱۴)
(পারা ১৬, সূরা ত্বহা, আয়াত ১১৪)