Talib e Ilm e Deen Par Karam Ho Gaya

Book Name:Talib e Ilm e Deen Par Karam Ho Gaya

ইবাদতকারীর তুলনায় এমন, যেমনটি তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব রয়েছে * নিশ্চয়ই ওলামারা নবীগণের উত্তরাধিকারী। নিশ্চয়ই আম্বিয়ায়ে কেরামعَلَیْہِ السَّلَام  উত্তরাধিকার সূত্রে দিরহাম ও দিনার (অর্থাৎ ধন-দৌলত) রেখে যান না, আম্বিয়ায়ে কেরাম عَلَیْہِ السَّلَام তো উত্তরাধিকার সূত্রে শুধুমাত্র জ্ঞান রেখে যান। সুতরাং যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করল, সে অনেক বড় অংশ লাভ করে নিল (ইবনে মাজাহ, মুকাদ্দামা, বাবু ফদলুল ইলম, ৪৯ পৃ:, হাদিস: ২২৩)

ইলমে দ্বীনের চেয়ে বড় কোনো মর্যাদা নেই

سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! ভেবে দেখুন! ইলমে দ্বীনের শিক্ষার্থীদের কিরূপ উচ্চ মর্যাদা! ইলমে দ্বীনের শিক্ষার্থীদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়, ইলমে দ্বীনের শিক্ষার্থীদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, ইলমে দ্বীনের শিক্ষার্থীদের জন্য আসমান ও জমিনের সকল সৃষ্টি, ফেরেশতা, গাছ, পাথর, পশু, পাখি, এমনকি মাছেরাও মাগফিরাতের জন্য দোয়া করে থাকে এবং গুরুত্বপূর্ণ মর্যাদা হলো, ওলামায়ে দ্বীনেরা আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর উত্তরাধিকারী। হুজ্জাতুল ইসলাম, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেমনিভাবে নবুয়তের চেয়ে বড় কোনো মর্যাদা নেই, তেমনি নবুয়তের উত্তরাধিকার (অর্থাৎ ইলমে দ্বীন) এর চেয়েও বড় কোনো মর্যাদা নেই।

(ইহইয়াউল উলুম, খন্ড: ১, পৃ: ৪৫) 

(৫) ওলামাদের ফযিলত এমন, যেমন....!

তিরমিযী শরীফের হাদিসে পাকে রয়েছে, হযরত আবু উমামা বাহেলি رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে এক ইবাদতগুজার ও একজন আলিমের আলোচনা করা হলো, তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِي عَلَى اَدْنَاكُم অর্থাৎ আলিমের মর্যাদা ইবাদতকারীর তুলনায় এমন, যেমনটি আমার মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তির তুলনায়

(তিরমিযী, কিতাবুল ইলম, আবওয়াবুল ইলম, ৬৩২ পৃ:, হাদিস: ২৬৮৫) 

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি হলো ওলামায়ে কেরামের অতুলনীয় মর্যাদা, ভেবে দেখুন তো! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা কত মহান, তিনি সকল নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া এবং আল্লাহ পাকের পর সবচেয়ে উচ্চ মর্যাদা যেই মহান ব্যক্তিটি অর্জন করেছেন, সেই মহান মনিষী হলেন আমাদের প্রিয় صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, এই মহান মর্যদাবান নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করছেন: আলিমে দ্বীনের ফযিলত ইবাদতগুজারের তুলনায় এমন, যেমন আমার ফযিলত সাধারণ একজন উম্মতির উপর

এখন আমাদের ভাবতে হবে, সবচেয়ে নিম্ন পর্যায়ের উম্মত কে? আর আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার তুলনায় কত মর্যাদাবান? তা নিশ্চিতভাবে তো বলা কঠিন, তবে ওলামায়ে কেরাম এর একটি ধারণা দিয়েছেন, ওলামায়ে কেরাম বলেন: * সবচেয়ে নিম্ন স্তরের