Talib e Ilm e Deen Par Karam Ho Gaya

Book Name:Talib e Ilm e Deen Par Karam Ho Gaya

নেক আমল নম্বর ৭১ এর প্রতি উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! ইলমে দ্বীনে আধিক্যতা ও ফরয ইলম অর্জনের জন্য আমাদের উচিত দ্বীনি কিতাব অধ্যয়ন করা। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল দিয়েছেন অধ্যয়ন করার যেমনটি নেক আমল নম্বর ৭১ হলো: আপনি কি সারা জীবনের সিলেবাস অধ্যয়ন করে নিয়েছেন? (মিনহাজুল আবেদীন, জা‘আল হক, বাহারে শরীয়ত ৯ম অংশ থেকে মুরতাদের বর্ণনা, ১৬তম অংশ থেকে বেচাকেনার বর্ণনা ও পিতামাতার হকের বর্ণনা, (যদি বিবাহিত হন তবে) ৭ম অংশ থেকে মুহরিমের বর্ণনা এবং স্বামী-স্ত্রীর হকসমূহ, ৮ম অংশ থেকে সন্তানের লালন-পালনের বর্ণনা, তালাকের বর্ণনা, হারাম আত্মীয়তা, যিহারের বর্ণনা, তালাকে কিনায়ার বর্ণনা আলা হযরতের কিতাব "তামহীদুল ঈমান, হুসসামুল হারামাইন, তাছাড়া মাকতাবাতুল মদীনার কিতাব "কুফরিয়া কালেমাত কে বারে মে সাওয়াল জাওয়াব”) এবং এছাড়াও আরও অনেক কিতাব ও পুস্তিকা রয়েছে যা "৭২টি নেক আমল" এ উল্লেখ রয়েছে। অতএব আমাদেরও এই নেক আমলের উপর আমল করে এই কিতাবসমূহ অধ্যয়ন করা উচিত, এর দ্বারা অনেক ইলমে দ্বীন অর্জিত হবে। আপনারাও নিয়ত করুন যে "৭২টি নেক আমল" পুস্তিকা পূরণ করবেন এবং উক্ত কিতাবগুলো অধ্যয়নও করবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তওফিক দান করুক আমীন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

জ্ঞান অর্জনকারীদের জন্য মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! দ্বীনি শিক্ষার্থীদের সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: () ইরশাদ করেন: যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। (মুসলিম, ১১১০ পৃ:, হাদিস: ৬৮৫৩) () ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার এই আমলে খুশি হয়ে তার জন্য নিজেদের ডানা বিছিয়ে দেয় (তাবরানী কবীর, /৫৫, হাদিস: ৭৩৫০) * জ্ঞান অর্জনের জন্য সফর করা বুযুর্গানে দ্বীনের সুন্নাত (৪০ ফরামীনে মুস্তফা, ১৩ পৃ:) * জ্ঞান অর্জনের উদ্দেশ্যে প্রশ্ন করা নিঃসন্দেহে ফযিলতপূর্ণ, তবে প্রশ্ন করার আদব বজায় রাখাও জরুরী (ফয়যানে দাতা আলী হাজভেরী, ১৩ পৃ:) * জ্ঞান হলো ধন-ভান্ডার আর প্রশ্ন হলো সেটার চাবি। (আল ফিরদাউস বিমাসুরিল খত্তাব, /৮০, হাদিস: ৪০১১) * জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করতে লজ্জা করা উচিত নয় (আরাবির প্রশ্ন ও আরবি নবীর উত্তর, ৮ পৃ:) * তোষামোদ করা মুমিনের চরিত্র নয়, তবে জ্ঞান অর্জনের জন্য তোষামোদ করা যেতে পারে। (শু'আবুল ঈমান, বাবু ফি হিফযিল লিসান, /২২৪, হাদিস: ৪৮৬৩) * এমন প্রশ্ন করা থেকেও বিরত থাকা উচিত, যার কোনো দুনিয়াবী বা আখিরাতের উপকার নেই।

(আরাবির প্রশ্ন ও আরবি নবীর উত্তর, ৯ পৃ:) 

ঘোষণা

          দ্বীনি জ্ঞান অর্জনকারীদের অবশিষ্ট সুন্নাত তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।