Tilawat e Quran Aur Musalman

Book Name:Tilawat e Quran Aur Musalman

ফিরিশতারা শুনতে আসতে থাকে

          হযরত আবু সাঈদ খুদুরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হযরত উসাইদ ইবনে হুযাইর رَضِیَ اللهُ عَنْہُ একরাতে কুরআন তিলাওয়াত করছিলেন, হঠাৎ নিকটেই বাঁধা তাঁর ঘোড়া লাফাতে লাগলো। তিনি চুপ হয়ে গেলে ঘোড়াও থেমে গেলো, তিনি আবারও পড়া শুরু করলেন, তখন ঘোড়াও আবারো লাফাতে লাগলো, তিনি চুপ হয়ে গেলেন, এভাবে যখন তিনি পড়তে থাকেন তখন ঘোড়াকে লাফাতে দেখে আবার চুপ হয়ে যেতেন। কেননা তাঁরই শাহজাদা হযরত ইয়াহইয়া ঘোড়ার নিকটেই ঘুমাচ্ছিলেন, তাই তাঁর ভয় ছিলো যে, ঘোড়া যেন বাচ্চাকে কষ্ট না দেয়। সুতরাং যখন তিনি ঘরের আঙিনায় এসে আসমানের দিকে তাকালেন, তখন দেখলেন যে, মেঘের মতো কোন বস্তু যার মধ্যে অনেক আলোকিত প্রদীপ আলো ছড়াচ্ছে। তিনি সকালে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলেন, তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এটা ফিরিশতাদের পবিত্র দল ছিলো, যারা তোমার কিরাতের কারণে আসমান হতে তোমার ঘরের দিকে নেমে এসেছিলো, যদি তুমি সকাল পর্যন্ত তিলাওয়াত করতে থাকতে, তবে ফিরিশতারা পৃথিবীর এতই নিকটবর্তী হয়ে যেত যে, সমস্ত মানুষের সাথে তাদের দীদার হয়ে যেত। (মিশকাতুল মাসাবিহ, ১/৩৯৮, হাদীস নং- ২১১৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! বর্ণনাকৃত ঘঠনাবলী দ্বারা জানা গেলো! যে স্থানে কুরআনে করীমের তিলাওয়াত করা হয়, তখন সেখানে রহমতের ফিরিশতা তাশরীফ নিয়ে আসেন, সেই স্থানে আল্লাহ পাকের রহমত বর্ষন হয়, কুরআন তিলাওয়াতের বরকতে আশেপাশে বিদ্যমান সৃষ্টি কুদরতের দৃশ্যাবলীও দেখে থাকে, যেমনটি আমরা শুনলাম যে, একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ তিলাওয়াত করতে থাকেন এবং তাঁর ঘোড়া ফিরিশতাদের দৃশ্য দেখতে লাগলো আর সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُও একটি আলোকিত প্রদীপের ন্যায় ফিরিশতাদের অবলোকন করলেন। মনে রাখবেন! কুরআনে করীম আল্লাহ পাকের অনেক বড় পবিত্র কালাম, এটি পাঠ করা, পাঠদান করা, শুনা, শুনানো সবই সাওয়াবের কাজ, শুধু এর তিলাওয়াত করা সাওয়াবের কাজ নয় বরং তা যিয়ারত করাও ইবাদত।

          হাদীসে পাকে রয়েছে: اَلنَّظْرُ فِی الْمُصْحَفِ عِبَادَۃٌ অর্থাৎ কুরআনে করীমকে দেখা ইবাদত। (শুয়াবুল ঈমান, ৬/১৮৭, হাদীস নং- ৭৮৬০) এই কারণেই নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাঝে মাঝে সাহাবায়ে কিরামদের عَلَیْہِمُ الرِّضْوَان কুরআনে পাকের তিলাওয়াত করার উৎসাহ প্রদান করেন এবং অনেক হাদীসে করীমায় এর ফযীলতও বর্ণিত হয়েছে। আসুন! এপ্রসঙ্গে তিনটি (৩) হাদীস পাক শ্রবণ করি: