Book Name:Tilawat e Quran Aur Musalman
হে আশিকানে রাসূল! নিঃসন্দেহে কুরআনে করীমের তিলাওয়াত করা, তার শ্রবণ করা এবং এর উপর আমল করা কল্যাণ ও বরকত এবং আখিরাতের মুক্তির উপায়, কিন্তু দূর্ভাগ্যক্রমে বর্তমানে মুসলমানের নিকট তিলাওয়াত করা, তা বুঝা এবং এর উপর আমল করার জন্য সময় নাই, অনেক লোকের রমযানুল মুবারকে এই সৌভাগ্য নসীব হয়ে যায় এবং অনেকে তো রমযানেও এর তিলাওয়াত বরং এর যিয়ারত থেকে বঞ্চিত থাকে। অনুরূপভাবে অনেক লোক রমযানুল মুবারকে “টাইম পাস” করার জন্য নিজের মূল্যবান সময় হোটেল, অহেতুক আড্ডা, পার্কে, নারী পুরুষের মিশ্র বিনোদন কেন্দ্রে অবস্থান করা, খবরের কাগজ পড়া, সিনেমা-নাটক বা মিউজিক্যাল পোগ্রাম দেখা শুনা, দেশীয় ও রাজনৈতিক অবস্থা এবং মেসেজে মন্তব্য করা এবং শুনা, মোবাইল বা কম্পিউটারে গেমস খেলা এবং সোশ্যাল মিডিয়ায় (Social Media) গুনাহে ভরা ব্যবহার করাতে নষ্ট করে দেয়। যদি এরূপ লোকেরা নিজের মূল্যবান সময় এরূপ অহেতুক ব্যস্ততায় নষ্ট করার পরিবর্তে প্রতিদিন কমপক্ষে একপারা তিলাওয়াত করার রুটিন বানিয়ে নেয় তবে اِنْ شَآءَ الله এর বরকতে অসংখ্য নেকী আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে।
মনে রাখবেন! কুরআনে করীমে হালাল ও হারামের বিধান, শিক্ষণীয় এবং উপদেশ মূলক বাণী, আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِ السَّلَام এবং পূর্ববর্তী উম্মতদের ঘটনাবলী ও অবস্থা এবং জান্নাত এবং দোযখের অবস্থার পাশাপাশি জ্ঞানের এমন ভান্ডার বিদ্যমান যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। যেমনটি
মাকতাবাতুল মদীনার কিতাব “আজায়িবুল কুরআন মাআ গারায়িবুল কুরআন” এ রয়েছে: কুরআনে মজীদ যদিওবা প্রকাশ্যভাবে ৩০ পারার সমষ্টি কিন্তু এর অন্তনিহীত কোটি কোটি বরং শত কোটি জ্ঞান ও পরিচিতির এমন ভান্ডার যে, যা কখনো শেষ হবার নয়। কোন এক অলীর প্রসিদ্ধ পংতি হলো
جَمِیْعُ الْعِلْمِ فِی الْقُرْاٰنِ لٰکِنْ تَقَاصَرَ عَنْہُ اَفْہَامُ الرِّجَالِ
অর্থাৎ সকল জ্ঞান কুরআনে বিদ্যমান কিন্তু মানুষের মস্তিষ্ক তা বুঝতে অক্ষম। কুরআনে মজীদের শুধুমাত্র জ্ঞানের বর্ণনা নয় বরং আসলে কুরআনে মজীদে সমগ্র কায়েনাত এবং সকল জগতের প্রতিটি বস্তুর স্পষ্ট, আলোকিত এবং বিস্তারিত বর্ণনা রয়েছে অর্থাৎ আসমানে এক একটি নক্ষত্র, সমুদ্রের এক একটি ফোঁটা, সবুজ ভূমির এক একটি খড়, মরুভূমির এক একটি কণা, গাছ গাছালির এক একটি পাতা, আরশ ও কুরসির প্রতিটি কোণা, সমগ্র জগতের প্রতিটি কোণা, পূর্বের প্রতিটি ঘটনা, অবস্থার প্রত্যেক অবস্থা, ভবিষ্যতের প্রতিটি দূর্ঘটনা কুরআনে মজীদের খুবই ব্যাপকভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কুরআনে মজীদ তো জ্ঞান ও প্রজ্ঞার সেই ভান্ডার, যা কখনো শেষ হতে পারে না বরং কিয়ামত পর্যন্ত ওলামায়ে কিরামগণ এই মহাসমুদ্র থেকে সর্বদা আশ্চার্যজনক বিষয়ক মুক্তা বের করতে থাকবেন এবং হাজারো লাখো কিতাবের স্তুপ তৈরী করতে থাকবে। (আজায়িবুল কুরআন মাআ গারাইবুল কুরআন, ৪১৯-৪২০ পৃষ্ঠা)
তো আসুন! আজকে আমরা এই মহান এবং আজিমুশ্মান কিতাবের তিলাওয়াত কারীদের কয়েকটি ঈমানোদ্দীপক ঘটনাবলী শ্রবণ করবো, যাতে আমাদের মাঝেও রব পাকের এই পবিত্র বাণী কুরআনে করীমের তিলাওয়াতের আগ্রহ বৃদ্ধি হয়ে যায়।