Book Name:Tilawat e Quran Aur Musalman
কুরআনের প্রতি আমল করে না এমন ব্যক্তি
রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন কুরআনকে একজন ব্যক্তির আকৃতি প্রদান করা হবে, অতঃপর তাকে এমন এক ব্যক্তির নিকট নিয়ে যাওয়া হবে, যে কুরআনের আলিম হওয়া স্বত্বেও এর আদেশের বিরোধীতা করতো, কুরআন তার বিরোধীতা করতে গিয়ে বলবে: হে আমার দয়ালু রব! সে আমার জ্ঞঅন অর্জন করেছে কিন্তু সে খুবই খারাপ আলিম, সে আমার বিধানের বিরোধীতা করেছে, আমার ফরয সমূহ ধ্বংস করেছে, আমার বিরোধীতায় লেগে ছিলো এবং আমার আনুগত্য করা ছেড়ে দিয়েছে। কুরআন তার প্রতি দলীল সহকারে অভিযোগ করতে থাকবে, এমনকি বলা হবে: তার সম্পর্কে তোমার ব্যাপার তোমাকে সমর্পন করা হলো। কুরআনে করীম তার হাত ধরে নিয়ে যাবে, এমনটি দোযখের একটি খাঁড়িতে উপুড় করে নিক্ষেপ করে দিবে।
(মুসান্নিফ ইবনে আবী শেয়বা, ৭/১৬৯, হাদীস নং- ১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কেঁপে উঠুন! যে লোকরা কুরআনে করীমের বিধানের বিরোধতিা করে, কুরআনে পাক কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এমন লোকদের বিরুদ্ধে অভিযোগ করবে, যে লোকেরা কুরআনের হালাল ও হারামের প্রতি আমল করে না, তারা ফিরিশতাদের অভিশাপের অধিকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কুরআনে করীমের বিধানের উপর আমল করার তৌফিক দান করো, আমাদেরকে কবর ও হাশরের আযাব থেকে নিরাপদ রাখো, দ্বীন ও দুনিয়ায় নিরাপত্তা এবং অনুগ্রহ সমৃদ্ধ অবস্থায় রাখো, কুরআনে করীমকে আমাদের জন্য মুক্তির মাধ্যম বানাও এবং এর বরকতে আমাদেরকে তোমার সন্তুষ্টি দান করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আসুন! তিলাওয়াত করার কয়েকটি মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমেই
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি মাদানী ফুল অবলোকন করুন: (১) ইরশাদ হচ্ছে:
কুরআর পড়ো, কেননা তা কিয়ামতের দিন
তার পাঠকারীর জন্য শাফায়াতকারী হয়ে আসবে। (মুসলিম, কিতাবুস সালাতুল মুসাফিরিন
ওয়া কসরুহা,
৩১৪
পৃষ্ঠা, হাদীস নং-১৮৭৪)
(২) ইরশাদ হচ্ছে: আমার উম্মতের উত্তম ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত। (শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফি তাযিমিল কুরআন, ২/৩৫৪, হাদীস নং-২০২২)
* কুরআনে পাক সুন্দর কন্ঠে এবং ধীরে
ধীরে পাঠ করা সুন্নাত। (ইহইয়ায়ে উলুম, ১/৮৪৩) * মুস্তাহাব হচ্ছে যে, অযু সহকারে কিবলামূখী হয়ে ভাল কাপড়
পরিধান করে তিলাওয়াত করা। (বাহারে শরীয়ত, ১/৫৫০, ৩য় অংশ)
তিলাওয়াত করার অবশিষ্ট মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد