Tilawat e Quran Aur Musalman

Book Name:Tilawat e Quran Aur Musalman

শুরু করতেন এবং অপর পা অন্য পাদানিতে রেখে ঘোড়ার জিনের উপর বসতে বসতে একবার কুরআন খতম করে নিতেন। (শাওয়াহিদুন নবুয়ত, ২১২ পৃষ্ঠা)

 

 

আশিকে কুরআনের কি অপরূপ মহিমা

          হযরত ছাবিত বুনানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দৈনিক এক বার কুরআন শরীফ খতম করতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সর্বদা দিনের বেলায় রোযা রাখতেন আর রাতে ইবাদত করতেন। যেই মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই দুই রাকাত (তাহিয়াতুল মসজিদের) নামায আদায় করতেন। তিনি আল্লাহ পাকের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেছেন: আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কুরআনের খতম দিয়েছি এবং আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছি। তিনি নামায ও কুরআন তিলাওয়াত করাকে বিশেষ ভাবে পছন্দ করতেন। তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপর আল্লাহ পাকের এত বড় দয়া হল যে, যা শুনলে ঈর্ষা চলে আসে।

 

          বর্ণিত রয়েছে; লোকজন যখনই তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাযার শরীফের পাশ দিয়ে গমন করত, তখন নূরানী কবর থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ আসত। (হিলইয়াতুল আউলিয়া, ২/৩৬২, ৩৬৬)

 

কুরআন তিলাওয়াত করা নিয়ে প্রতিধন্ধিতা

          হযরত শায়খ বাহাউদ্দীন যাকারিয়া মুলতানি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার রাতের বেলা নিজের বন্ধুকে বললেন: তোমাদের মধ্যে কি এমন কেউ আছো, যে আজ রাতে দুই রাকাত নামায আদায় করবে এবং এক রাকাতে পরিপূর্ণ কুরআনে পাক তিলাওয়াত করবে। সেখানে উপস্থিত কেউই সাহস করলো না। শায়খ বাহাউদ্দীন যাকারিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বয়ং নিজে দাঁড়িয়ে গেলেন এবং দুই রাকাত নামায শুরু করে দিলেন। প্রথম রাকাতে পুরো কুরআনে করীম এবং আরো ৪ পারা অতিরিক্ত তিলাওয়াত করলেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে নামায পূর্ণ করলেন।

(ফাওয়ায়িদিল ফাওয়ায়িদ, ৬২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          হে আশিকানে আউলিয়া! আপনারা শুনলেন যে, আল্লাহ পাকের নেক বান্দারা কিরূপ আগ্রহ ও ভালবাসা সহকারে দিন রাত রাব্বে করীমের কালাম পাঠ করতে থাকতেন। কিন্তু আফসোস! আজ মুসলমানদের অধিকাংশই কুরআনে পাকের শিক্ষা থেকে অনবহিত, অনেক মূর্খরা তো কুরআনে পাক দেখে দেখে পড়তেও জানে না এবং যারা পড়তে জানে তারাও বছরের পর বছর কুরআনে পাক খুলেও দেখে না, মাসের পর মাস অতিবাহিত হয়ে যায় কিন্তু মুসলমানের ঘর তিলাওয়াতের বরকত থেকে বঞ্চিত থাকে। আসুন! আমরাও নিয়্যত করি যে, আজ থেকে এই হাদীসে মুবারাকা সমূহের উপর আমল করে সেই নেককার মানুষদের কর্ম