Book Name:Tilawat e Quran Aur Musalman
যদিওবা কুরআন পাঠ করতে নাও জানেন, তবে প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনায় ভর্তি হয়ে শিখার চেষ্টা করুন, যদি পড়তে জানেন তবে অপরকে শিখান। এটা অনেক বড় নেকী, যদি আমাদের সামান্য চেষ্টায় কেউ নামাযী হয়ে যায়, বিশুদ্ধভাবে কুরআনে করীম পাঠকারী হয়ে যায় তবে আল্লাহ পাকের দয়ায় আশা করা যায় যে, অনেক বড় সাওয়াবের ভান্ডার হাতে এসে যাবে। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তিলাওয়াতের আগ্রহ এবং বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن
হে আশিকানে আউলিয়া! বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن সারা জীবন নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী সমূহের উপর আমল করে অতিবাহিত করেছেন, এই সৌভাগ্যবান ব্যক্তিরা ফরয ও ওয়াজিব সমূহ আদায় করার পাশাপাশি সুন্নাত এবং মুস্তাহাব সমূহও নিয়মিত আদায় করে থাকে, আগ্রহ ও উদ্দিপনা সহকারে রাতে জেগে আল্লাহ পাকের ইবাদত করেন এবং দিনে রোযা রাখেন, এই নেককার লোকেরা শুধু নিজেরা অধিকহারে কুরআনে পাকের তিলাওয়াত করতেন না বরং মুসলমানদেরকেও কুরআনে পাকের শিক্ষা প্রদান করতেন। আসুন! উৎসাহ গ্রহনার্থে বুযুর্গানে দ্বীনদের رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن কয়েকটি ঘটনাবলী শ্রবণ করি, যাতে আমাদেরও মানসিকতা জাগে এবং আমরাও সেই নেককার লোকদের পদাঙ্ক অনুসরন করে চলে অধিক পরিমাণে কুরআনে করীমের তিলাওয়াতকারী ও অন্যদেরকে পাঠদান কারী হয়ে যাই।
ইবাদত ও রিয়াযত দেখে ইসলাম কবুল
আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ইসলামের প্রাথমিক দিকে নিজের ঘরের উঠানে একটি মসজিদ বানিয়েছিলেন, যেখানে তিনি رَضِیَ اللهُ عَنْہُ কুরআনে পাকের তিলাওয়াত করতেন এবং নামায পড়তেন, লোকেরা তাঁর এই ঈমানোদ্দীপক দৃশ্য দেখে তাঁর আশেপাশে জমা হয়ে যেতেন, তাঁর কুরআনের তিলাওয়াত, ইবাদত ও রিয়াযত এবং খোদাভীতিতে কান্না করা মানুষের মাঝে খুবই প্রভাব বিস্তার করতো, তাঁর এই আমলের কারণে অনেক লোক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহন করেন। (আর রিয়াদুন নাদারা, ১/৯৬)
সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان তিলাওয়াতের ধরন
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত ওসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এক রাতে কুরআন খতম করতেন। হযরত দাউদ عَلَیْہِ السَّلَام কয়েক মিনিটেই যবুর খাতম করে নিতেন। (মিরাতুল মানাজিহ, ৩/২৭০) হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ ঘোড়ার উপর আরোহন করার সময় এক পা পাদানিতে রাখতেন এবং কুরআন মজীদ পাঠ করা