Tilawat e Quran Aur Musalman

Book Name:Tilawat e Quran Aur Musalman

বিভিন্ন সুন্নাত ও আদব শিখানো হয় আপনারা প্রাপ্ত বয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় যদি পড়ানার যোগ্যতা রাখেন তবে পড়ানোর, অন্যথায় পড়ার নিয়ত করে নিন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীম ঐ মুবারক কিতাব, যাতে আল্লাহ পাক অনেক বিধানাবলী ইরশাদ করেছেন, এর মধ্যে কয়েকটি বিধান এমন যে, যার উপর মুসলমানকে আমল করার নির্দেশ দেয়া হয়েছে, যেমন; নামায পড়া, যাকাত দেয়া, রমযানুল মুবারকের রোযা রাখা, সামর্থ হওয়া অবস্থায় হজ্ব করা, পিতামাতার হক আদায় করা এবং তাঁদের সাথে সদাচরণ করা, মহিলাদেরকে শরয়ী পর্দা করা, মুসলমানকে সালাম করা, তাদের সাথে নম্রতা অবলম্বন করা ইত্যাদি আর অসংখ্য মন্দ কাজ থেকে বাঁচার নির্দেশ দেয়া হয়েছে, যেমন; চুরি, অপকর্ম, সুদী লেনদেন, মদ, মিথ্যা, বিনা কারণে কারো প্রতি রাগ করা, কাউকে মন্দ উপাধীতে ডাকা ইত্যাদি মোটকথা এই পবিত্র কিতাবে অর্থাৎ কুরআনে করীমে ঐ সকল বিষয়ের বর্ণনা বিদ্যমান, যাতে আমল করার বরকতে মুসলমানের শুধু উপকার হয় না বরং اِنْ شَآءَ الله আখিরাতেও এর অসংখ্য সাওয়াব অর্জিত হবে। সুতরাং আমাদের উচিৎ যে, আমরা এই সকল বিধানাবলীর প্রতি আনন্দচিত্তে নিয়মিত আমল করা, যাতে আমাদের দুনিয়া ও আখিরাত সজ্জিত হয়ে যায়।

          ৮ম পারার সূরা আনআমের ১৫৫ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ هٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَ اتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ(۱۵۵)

কানযুল ঈমান থেকে অনুবাদ: এ বরকতময় কিতাব আমি অবতীর্ণ করেছি; সুতরাং সেটার অনুসরন করো এবং সতর্কতা অবলম্বন করো যেনো তোমার উপর দয়া হয়।

 

উম্মতের উপর কুরআনে করীমের হক

          বর্ণনাকৃত আয়াতে মুবারাকার আলোকে তাফসীরে সিরাতুল জিনান৩য় খন্ডের ২৪৭ পৃষ্ঠায় রয়েছে: এই আয়াত দ্বারা জানা গেলো! উম্মতের উপর কুরআনে মজীদের একটি হক এটাও রয়েছে যে, তারা যেনো এই পবিত্র কিতাবের অনুসরন করে এবং এর আহকামের বিরোধীতা করা থেকে বেঁচে থাকে। আফসোস! বর্তমানে কুরআনে করীমর প্রতি আমল (করার) বিষয়ে মুসলমানের অবস্থা খুবই খারাপ, আজ মুসলমানরা এই কিতাব প্রতিদিন তিলাওয়াত করার পরিবর্তে তা ঘরে জুযদান ও গিলাফের সৌন্দর্য বানিয়ে এবং দোকানে ব্যবসার বরকতের জন্য সাজিয়ে রেখেছে আর তিলাওয়াত কারীও বিশুদ্ধভাবে এর তিলাওয়াত করে না আর বুঝারও চেষ্টা করে না যে, আল্লাহ পাক এই কিতাবে তাদের জন্য কি ইরশাদ করেছেন। ইতিহাস স্বাক্ষী, যতদিন পর্যন্ত মুসলমান এই পবিত্র কিতাবকে অনেক বেশি আপন ভেবেছে, এর বিধান এবং আইনের প্রতি কঠোরভাবে আমল করেছে ততদিন দুনিয়া জুড়ে তাদের শান ও শওকতের সাড়া পরেছিলো এবং অন্যান্যদের মন মুসলমানদের নাম শুনে কাঁপতে থাকে এবং যখন থেকে মুসলমানরা কুরআনে করীমের বিধানের প্রতি আমল করা ছেড়ে দেয় তখন থেকেই তারা অপমান ও অপদস্ত হতে থাকে

(সীরাতুল জিনান, ৩/২৪৭)