Book Name:Tilawat e Quran Aur Musalman
পদ্ধতি অনুসরন করে আমরা নিজেরাও কুরআনে পাক পাঠ করবো এবং অপর মানুষদেরকেও কুরআনে পাক পাঠ করার উৎসাহ প্রদান করবো।
اَلْحَمْدُ
لِلّٰه দাওয়াতে
ইসলামী আশিকানে রাসূলের সেই মসজিদ ভরো কার্যক্রম, যার মাদানী উদ্দেশ্যে ফয়যানে কুরআনকে প্রসার করারও উৎসাহ
বিদ্যমান। সেই মাদানী উদ্দেশ্য কি? আমরাও বলি: “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে
হবে।”
اِنْ
شَآءَ الله
এই মাদানী উদ্দেশ্যে নিজের সংশোধনের পাশাপাশি সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করার বার্তাও দেয়া হয়, মানুষের সংশোধনে কুরআনের শিক্ষার একটি মৌলিক গুরুত্ব রয়েছে, মুসলমান এবং কুরআনে করীম এক সুত্রে গাঁথা, কুরআনে করীমের নির্দেশনা ছাড়া কেউ লক্ষ্যে কিভাবে পৌঁছাবে? কুরআনে করীমের শিক্ষাকে ভূলে সফলতার আশা কিভাবে করবে? কুরআনে করীম হলো হিদায়তের মূল কেন্দ্র।
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বিভিন্ন ভাবে কুরআনে শিক্ষাকে প্রসার করার চেষ্টা করে যাচ্ছে, কুরআনে করীমের শিক্ষাকে প্রসার করার জন্য একটি পদ্ধতি এটাও যে, বিভিন্ন স্থান এবং মসজিদে সাধারনত ইশার নামাযের পর হাজারো প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা আর পৃথিবীর বিভিন্ন দেশে অধিকাংশ ঘরে প্রায় প্রতিদিন প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনারও ব্যবস্থা রয়েছে।
প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনা
اَلْحَمْدُ لِلّٰه প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনার মাধ্যমে প্রাপ্ত বয়স্ক (অর্থাৎ বড়) ইসলামী ভাইদের বিভিন্ন স্থানে (যেমন; মসজিদ, অফিস, মার্কেট, দোকান ইত্যাদি) এবং বিভিন্ন সময়ে ফি সবিলিল্লাহ কুরআনে করীমের নাজেরা পড়ানোর পাশাপাশি নামাযের মৌলিক মাসআলা সমূহ শিখানো হয়, সুন্নাত ও আদব শিখানো হয়। প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনা যেমনিভাবে বড় ইসলামী ভাইদের কুরআনে করীমের শিক্ষাকে প্রসার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে, তেমনিভাবে বড় ইসলামী বোনদের মাঝেও কুরআনের শিক্ষাকে প্রসার করার চেষ্টাও অব্যাহত রয়েছে। প্রাপ্ত বয়ষ্ক ও প্রাপ্ত বয়স্কাদের মাদরাসাতুল মদীনার সংখ্যা ৭৭১৮৩টি, আর এতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২৬৩৮৩জন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: প্রাপ্ত বয়ষ্কদের মাদরাসাতুল মদীনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! দাওয়াতে ইসলামীর যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: প্রাপ্ত বয়ষ্কদের মাদরাসাতুল মদীনা। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর অধিনে দেশ ও বিদেশে অসংখ্য প্রাপ্ত বয়ষ্কদের মাদরাসাতুল মদীনা লাগানো হয়, যাতে বয়ষ্ক ইসলামী ভাইদেরকে বিশুদ্ধ তাজবীদ ও মাখরাজ সহকারে কুরআনে করীম পড়ানো হয় আর