Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
আসমায়ে হুসনা মারিফতে ইলাহীর মাধ্যম
প্রিয় ইসলামী বোনেরা! আল্লাহ পাকের প্রিয় প্রিয় মোবারক আসমায়ে হুসনার বরকত সমুহের মধ্যে হতে একটি বরকত এটাও যে, আসমায়ে হুসনা আল্লাহ পাকের মারিফত (অর্থাৎ পরিচিতি) লাভ করার মাধ্যম। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই দুনিয়াতে মাখলুখের জন্য আল্লাহ পাকের মারিফত অর্জন করার একটাই রাস্তা আর তা হলো বান্দা আল্লাহ পাকের আসমায়ে হুসনা এবং সিফাতের মারিফত হাসিল করবে। (আল মাকসাদুল আসনা, পৃঃ ৫৩) বরং ওলামায়ে কেরাম বলেন: আল্লাহ পাক যেই বান্দাকে নিজের বেলায়তের জন্য নির্বাচন করেন এবং তাকে ইলমে লাদুন্নি দান করার ইচ্ছাপোষণ করেন তাকে সর্ব প্রথম ৯৯ আসমায়ে হুসনার ইলম দেওয়া হয়। (আল আসনা ফি শরহে আসমায়িল হুসনা, পৃঃ৮০) ইমাম আবু কাসেম কুশাইরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে বান্দা আল্লাহ পাকের আসমায়ে হুসনার মারিফত অর্জন করে নেয় আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার নাম উজ্জ্বল করে দেন। (শরহে আসমায়িল্লাহিল হুসনা, পৃঃ ২২) হায়! আমাদেরও যদি আল্লাহ পাকের পবিত্র আসমায়ে হুসনার মারিফত নসীব হয়ে যেতো। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! আল্লাহ পাকের আসমায়ে হুসনার মধ্যে থেকে দুটি পবিত্র নামের ব্যাখ্যা শুনার সৌভাগ্য অর্জন করি:
আল্লাহ পাকের একটি পবিত্র নাম اَلْحَکِیْمُ
আল্লাহ পাকের আসমায়ে হুসনার
মধ্যে থেকে একটি পবিত্র নাম হলো: اَلْحَکِیْمُ এর অর্থ হলো ঐ পবিত্র সত্তা
যার প্রত্যেক বাণী, প্রত্যেক কাজ হিকমত সম্পন্ন। (আল আসমাউস ওয়াস সিফাত
লিল বায়হাকি, পৃঃ ৩২) আল্লাহ পাকের এই পবিত্র
নামের মাধ্যমে জানা গেলো যে, আল্লাহ পাকের প্রতিটি কাজে
হাজারো হিকমত রয়েছে * আল্লাহ পাক আসমানকে উঁচু
রেখেছেন * জমীনকে পায়ের নিচে বিছিয়েছেন
এটা তাঁর হিকমত * সূর্যকে উত্তপ্ত রেখেছেন
* চাঁদের আলোকে শীতল রেখেছেন
এটা তাঁর হিকমত * রাতকে অন্ধকার করেন * দিনকে আলোকিত করেন * কাউকে ধনী বানিয়েছেন * কাউকে গরীব রেখেছেন * কেউ সুস্থ * কেউ অসুস্থ
* কাউকে ১০০ বছর আয়ু দিয়েছেন
* কেউকে ভরা যৌবনে মৃত্যুবরণ
করেছে * কাউকে পুত্র সন্তান দান
করেছেন * কাউকে শুধুমাত্র কন্যা
সন্তান দান করেছেন * কাউকে একেবারে নিঃসন্তান
রেখেছেন। এগুলো সব তাঁর হিকমত, অতএব, আল্লাহ পাকের এই পবিত্র নাম اَلْحَکِیْمُ এর মারিফত হলো এটাই যে, বান্দা অন্তরে এই কথা বিশ্বাস রাখবে
যে, আমার বুঝে আসুক বা না আসুক অবশ্যই
আল্লাহ পাকের প্রতিটি কাজে হাজারো হিকমত রয়েছে।
মাকতাবাতুল মদীনার ৪১৩ পৃষ্টা সম্বলিত কিতাব “উয়ুনুল হিকায়াত” (১ম অংশ) ১৮৭ পৃষ্টায় রয়েছেঃ আল্লাহ পাকের একজন নেককার বান্দা কোন এক বনের বস্তিতে বাস করতো,