Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত অর্জনে কিছু সুন্নাত ও আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাত, কিতাবুল ঈমান, ১/৫৫, হাদীস ১৮৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কৃতজ্ঞতা জ্ঞাপনের সুন্নাত ও মাদানী ফুল
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন (১) ইরশাদ করেন: আল্লাহ পাক এই বিষয়টি পছন্দ করেন যে, বান্দা প্রতিটি গ্রাসে এবং প্রতিটি চুমুকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। (মুসলিম, পৃঃ ১১২২, হাদীস: ৬৯৩২) (২) ইরশাদ করেন: তোমাদের উচিত যে, জিহবা যিকির দ্বারা আর অন্তর কৃতজ্ঞতা দ্বারা সতেজ রাখা। (শুয়াবুল ঈমান, ১/৪১৯, হাদীস: ৫৯০) * কৃতজ্ঞতা উচ্চ পর্যায়ের ইবাদত। (শুকর কি ফাযাইল, পৃঃ ১২) * আল্লাহ পাকের নেয়ামতের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব। (খাযাইনুল ইরফান, পারা ২, বাকারা, আয়াত: ১৭২) * কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য মহান সৌভাগ্য। (প্রাগুক্ত, পৃঃ ১২) * কৃতজ্ঞতার মধ্যে নেয়ামত সমূহের হিফাজত রয়েছে। (প্রাগুক্ত, পৃঃ ১২) * নেয়ামত সমূহ বৃদ্ধির কারণ একমাত্র কৃতজ্ঞতা। (প্রাগুক্ত, পৃঃ ১২) কৃতজ্ঞতা আল্লাহ ওয়ালাদের অভ্যাস। (প্রাগুক্ত, পৃঃ ১২) * কৃতজ্ঞতা গুনাহ মোচন করে। (প্রাগুক্ত, পৃঃ ১২) * কৃতজ্ঞতা হলো মারিফতে নেয়ামত। (প্রাগুক্ত, পৃঃ ১২) নেয়ামত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে বান্দা আজাব থেকে নিরাপদ থাকে। (সীরাতুল জিনান, ৪/৪০৬) * কৃতজ্ঞতা ব্যাতিত ইবাদত পরিপূর্ন হয় না। (বায়যাবী, ১/৪৪৯, পারা ২, সূরা বাকারা, আয়াত: ১৭২) * কৃতজ্ঞতা সকল ইবাদতের মূল। (তাফসীরে কবীর, ২/১৯১, পারা ২, সূরা বাকারা, আয়াত: ১৭২) * আবু বকর শিবলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কৃতজ্ঞতা হলো, দৃষ্টি নেয়ামতদাতার উপর হওয়া নেয়ামতের উপর নয়। (ইহয়াউল উলুম, ৪/১০৩) * আবু সোলায়মান ওয়াস্তি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের নেয়ামত সমূহকে স্মরণ করার মাধ্যমে অন্তরে তাঁর ভালোবাসা সৃষ্টি হয়। (তারিখে মদীনা ইবনে আসাকির, ৩৬/৩৩৪, হাদীস: ৪১৩৩) ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের নেয়ামত সমূহকে কৃতজ্ঞতার মাধ্যমে সংরক্ষিত করে নাও। (হিলয়াতুল আউলিয়া, ৫/৩৭৪, হাদীস: ৭৪৫৫) * ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অন্তরের কৃতজ্ঞতা হলো, নেয়ামতের পাশাপাশি কল্যাণ ও নেকীর ইচ্ছা পোষণ করা * জিহবার কৃতজ্ঞতা হলো ওই নেয়ামতের উপর আল্লাহ পাকের প্রশংসা করা * অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো আল্লাহ পাকের নেয়ামত সমূহকে আল্লাহ পাকের ইবাদতে খরচ করা এবং ওই নেয়ামত সমূহকে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাচিয়ে রাখা * চোখের কৃতজ্ঞতা হলো কোন মুসলমানের দোষ ত্রুটি দেখলে তা গোপন করা। (ইহয়াউল উলুম, ৪/১০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও