Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)

          অর্থাৎ হে ওয়াদুদ! হে আরশে মাজীদের মালিক! হে ওই সত্তা, সদা সর্বদা যা ইচ্ছা তাই সম্পাদনকারী, তোমার সম্মান যেটার কোন সীমা নেই, আমি তোমার ওই সম্মানের দোহাই দিচ্ছি, হে এমন সাম্রাজ্যের মালিক! যার উপর কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ওই নূর যেটার দ্বারা তোমার আরশ আলোকিত, আমি তোমাকে ওই নুরের দোহাই দিচ্ছি, হে আমার পাক পরওয়ারদেগার! আমাকে এই ডাকাতের অনিষ্টতা থেকে রক্ষা করো। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করো, হে সাহায্যকারি, আমাকে সাহায্য করো, হে সাহায্যকারি, আমাকে সাহায্য করো। সাহাবীয়ে রাসূল খুবই একাগ্রতা ও বিনয়ের সাথে কান্নাকাটি করে তিনবার এইভাবে দোয়া করলেন, এখনো তিনি দোয়া থেকে পৃথক হননি হঠাৎ একব্যাক্তি ঘোড়ার উপর আরোহী হয়ে হাতে বল্লম নিয়ে উপস্থিত হলেন এবং এক আঘাতেই ডাকাতকে হত্যা করে ফেললেন। এরপর ওই ঘোড়ার আরোহী ব্যাক্তি সাহাবীয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ এর নিকট আসলেন। সাহাবীয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ ওই আগন্তুক ব্যাক্তিকে জিজ্ঞাসা করলেন। হে মহান ব্যাক্তি! আজ এই মুছিবতে তুমি আমাকে সাহায্য করেছো, তুমি কে? আরোহী বললেন, আমি আল্লাহ পাকের ফেরেস্তাদের মধ্যে হতে একজন ফেরেস্তা, আর চতুর্থ আসমান থেকে আপনাকে সাহায্য করার জন্য এসেছি। জান্নাতি সাহাবী হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যে ব্যাক্তি অযু করে চার রাকাত নামায পড়ে এই বাক্যগুলির মাধ্যমে দোয়া করবে যেই বাক্য গুলো দ্বারা সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ দোয়া করেছেন তার দোয়া কবুল করা হবে।

(মাওসুয়াতুল ইমাম ইবনে আবিদ দুনিয়া, খণ্ড:২, পৃঃ ৩২২-৩২৩, হাদিসঃ ২৩)

 

          প্রিয় ইসলামী বোনেরা! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان গণের সুউচ্চ মর্যাদা দেখুন যে, ওই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ আসমায়ে হুসনা দ্বারা দোয়া করেছেন তো চতুর্থ আসমানের ফেরেস্তা তাঁর সাহায্যের জন্য চলে আসলো- سُبْحٰنَ الله! سُبْحٰنَ الله

          আমাদেরও এই অভ্যাস গড়া উচিত যে, যখনই কোন বিপদ-আপদ, দুশ্চিন্তা, অভাব অনটন, অসুস্থতা, ঋণগ্রস্থতা হোক তখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যান, তাঁর প্রিয় প্রিয় আসমায়ে হুসনার মাধ্যমে দোয়া করুন, اِنْ شَآءَ الله আল্লাহ পাক আমাদের অন্তরের বাসনার প্রতি দয়ার দৃষ্টি দান করবেন।

আসমায়ে হুসনার বরকত

          প্রিয় ইসলামী বোনেরা! যেমনিভাবে আসমায়ে হুসনার বরকতে দোয়া কবুল হয় তেমনিভাবে আসমায়ে হুসনার আরো অনেক বরকত রয়েছে। বিভিন্ন সমস্যা ও বিপদ আপদ ইত্যাদি সমাধানের জন্য আসমায়ে হুসনার ওয়াজিফাও করা হয়। শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযভী
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর খুবই সুন্দর কিতাব মাদানী পাঞ্জেসূরাএর ২৪৬-২৫৯ পৃষ্টায় ৯৯ আসমায়ে হুসনার সহজ ও সংক্ষিপ্ত ওয়াজিফা উল্লেখ রয়েছে, যেমন * যে ব্যাক্তি প্রত্যেক নামাযের পর ১০০ বার یَا اللهُ পাঠ করবে তার বাতিন প্রশস্ত হয়ে যাবে * যে ব্যাক্তি প্রত্যেক নামাযের পর ৭বার ھُوَ اللهُ الرَّحِیْم পাঠ করে নিবে সে শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং