Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖنط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله
দরূদ শরীফের ফযীলত
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: حَيْثُ مَا كُنْتُمْ فَصَلُّوْا عَلَيَّ فَاِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِيْ অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেনো আমার উপর দরূদ শরীফ পাঠ করো কারণ তোমাদের দরূদ শরীফ আমার নিকট পৌঁছে যায়। (মুজামু কবীর, ৩/৮২, সংখ্যা: ২৭২৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে কিছু ভাল ভাল নিয়্যত করে নিই। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهٖ” মুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম।
(মুজামুল কাবীর, সাহাল বিন সাআদ, ৬/১৮৫, হাদীস: ৫৯৪২)
অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো। اِنْ شَآءَ الله
বিঃদ্রঃ- এই বয়ান অডিও বা ভিডিও রেকর্ড করার অনুমতি নেই।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
একবার এক সাহাবী رَضِیَ اللهُ
عَنْہُ আল্লাহ
পাকের দরবারে দোয়া করছিলেন, তিনি আল্লাহ পাককে এভাবে আহ্বান
করলেন: ইয়া আল্লাহু! ইয়া রাহমানু! তাঁর এই আহ্বান শুনে আবু জাহেল তার অজ্ঞতা ও মূর্খতার
বহিঃপ্রকাশ করতে গিয়ে বললো: মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাবী তো হলো এটা যে, সে এক খোদার ইবাদত করে, অথচ এই (মুহাম্মদ
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
কালেমা পাঠকারী সাহাবী) দুই খোদা অর্থাৎ এক আল্লাহ আর এক রহমানকে আহ্বান করছে
......!! আবু জাহেলের এই অজ্ঞতা ও মূর্খতার খণ্ডনে আল্লাহ পাক ৯ম পারার সূরা আরাফের
১৮০ নং আয়াত অবতীর্ণ করে ইরশাদ করেন:
وَ لِلّٰہِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْہُ بِہَا ۪ وَ ذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآئِہٖ ؕ سَیُجْزَوْنَ مَا کَانُوْا یَعْمَلُوْنَ (۱۸۰)