Book Name:Asma ul Husna (ALLAH Pak Ke Pyare Naam)
আমরাও যেন আমাদের, আমাদের সন্তানদের ভালো ভালো, সুন্দর ও চমৎকার নাম রাখি। আল্লামা ইবনে আরবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন তোমরা এটা জেনে নিয়েছো যে, আল্লাহ পাকের উত্তম নাম গুলো সুন্দর, তবে এখন তোমরাও তোমাদের নাম সুন্দর ও উত্তম রাখো। (আল আসনা ফি শরহে আসমাইল হুসনা ও সিফাতিহি, পৃঃ ৪৯)
আর এটা কিভাবে হবে? আমরা আমাদের, আমাদের সন্তানদের ভালো নাম কিভাবে রাখবো? আল্লামা ইবনে আরবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এটা এভাবে হবে যে, তোমরা তোমাদের ও তোমাদের সনন্তানদের নাম আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَامও আউলিয়া কেরামগণের নামানুসারে রাখো।
(আল আসনা ফি শরহে আসমাইল হুসনা ও সিফাতিহি, পৃঃ ৪৯)
হাদীসে পাকে রয়েছে: আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام গণের নামানুসারে নাম রাখো এবং নিশ্চয় আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয়। (আবু দাউদ, পৃঃ ৭৭৫, হাদিসঃ ৪৯৫০)
প্রিয় ইসলামী বোনেরা! নিয়্যত করুন, মন মানসিকতা তৈরী করুন বরং এই অভ্যাস গড়ে তুলুন যে, যখনি কারো নাম রাখার সুযোগ হয় তখন শুধুমাত্র সম্পর্ক যুক্ত নামই রাখুন। আব্দুর রহমান নাম রাখুন, আব্দুল্লাহ নাম রাখুন, আহমদ নাম রাখুন, মুহাম্মদ নাম রাখুন, এমনিভাবে অন্যান্য আম্বীয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان, আউলিয়ায়ে কেরামগণের নামানুসারে নাম রাখুন, অনুরুপভাব মেয়েদের নাম সাহাবিয়াত رَضِیَ اللهُ عَنْہُنَّ এর নামে রাখুন, اِنْ شَآءَ الله এর বরকত নসীব হবে, সৌভাগ্যক্রমে যদি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় নামানুসারে নাম রাখা হয় তবে কতইনা মর্যাদাপূর্ণ হবে। ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: কিয়ামতের দিন মুহাম্মদ নামক এক ব্যাক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ পাক তাকে বলবেন: হে বান্দা! তোমার নাম আমার মাহবুবের নামানুসারে, এতদসত্বেও তুমি গুনাহ করেছিলে, তোমার কি লজ্জা হয়নি? এটা শুনে ওই ব্যাক্তি লজ্জায় মাথা ঝুকিয়ে নিবে এবং নিজের কৃত গোনাহের কথা স্বীকার করে বলবে: হে আল্লাহ পাক! আমি গুনাহ করেছি। এবার আল্লাহ পাক জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام কে বলবেন: হে জিব্রাইল! আমার এই বান্দার হাত ধরো এবং তাকে জান্নাতে নিয়ে যাও কারণ মুহাম্মদ নামক ব্যাক্তিকে আজাব দিতে আমার লজ্জা হয়। (আল আসনা ফি শরহি আসমাইল হুসনা ও সিফাতিহি, পৃঃ ৫০-৫১)
(২) আল্লাহ পাককে আসমায়ে হুসনা দ্বারা ডাকো!
প্রিয় ইসলামী বোনেরা! আসমায়ে হুসনার আয়াত যা শুরুতে আমরা শোনেছিলাম, এতে আসমায়ে হুসনার উল্লেখ করে আল্লাহ পাক ইরশ্দা করেন:
فَادْعُوْہُ بِہَا কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকো।