$header_html

Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat

উচিৎ যে, আল্লাহ পাকের দরবারে তাঁদের উপর অনুগ্রহ ও দয়া করার জন্য দোয়া করতঃ এবং আরয করা যে, হে প্রতিপালক! আমার খেদমত তাঁদের অনুগ্রহের প্রতিদান হতে পারে না; তবে তুমিই তাদের উপর দয়া করো যেনো তা তাঁদের অনুগ্রহের বিনিময় হয়।(খাযায়িনুল ইরফান, পারা ১৫, বনী ইসরাঈল, ২৩ নং আয়াতের পাদটীকা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জ্ঞান ও প্রজ্ঞার মুক্তো

            প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র উপদেশ সম্পর্কে শুনছিলাম। আসুন! হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র জ্ঞান ও প্রজ্ঞা সমৃদ্ধ আরো কিছু উপদেশ শুনি:

 

            হযরত ইমাম মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করলেন: আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ আপনি আমাকে কোন উপদেশ দিবেন না। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: হে সুফিয়ান! আমি আপনার সাথে কথা বলি কিন্তু বেশি কথা আপনার জন্য ভালো নয় (তিনটি বিষয় মনে রাখবেন এবং এর উপর আমল করবেন):

 

 

 

নেয়ামত বৃদ্ধি

            আল্লাহ পাক তোমাকে কোন নেয়ামত দ্বারা ধন্য করেছেন আর তুমি তাতে স্থায়ীত্ব চাও, তবে তার বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন:

لَئِنْ شَکَرْتُمْ لَاَزِیْدَنَّکُمْ

(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ৭)                        কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদেরকে আরো অধিক দিবো।

 

রিযিকে বরকত

            যদি তোমার রিযিকে দেরী অনুভব হয় তবে অধিকহারে ইস্তিগফার করো, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন:

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّکُمْ ؕ اِنَّہٗ کَانَ غَفَّارًا (۱۰) یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْکُمْ  مِّدْرَارًا (۱۱) وَّ یُمْدِدْکُمْ  بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّکُمْ  جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّکُمْ  اَنْہٰرًا (۱۲)

(পারা ২৭, সূরা নূহ, আয়াত ১০-১২) কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর আমি বললাম আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি মহা ক্ষমাশীল; তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন;



$footer_html