Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat
উচিৎ যে, আল্লাহ পাকের দরবারে তাঁদের উপর অনুগ্রহ ও দয়া করার জন্য দোয়া করতঃ এবং আরয করা যে, হে প্রতিপালক! আমার খেদমত তাঁদের অনুগ্রহের প্রতিদান হতে পারে না; তবে তুমিই তাদের উপর দয়া করো যেনো তা তাঁদের অনুগ্রহের বিনিময় হয়।” (খাযায়িনুল ইরফান, পারা ১৫, বনী ইসরাঈল, ২৩ নং আয়াতের পাদটীকা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র উপদেশ সম্পর্কে শুনছিলাম। আসুন! হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র জ্ঞান ও প্রজ্ঞা সমৃদ্ধ আরো কিছু উপদেশ শুনি:
হযরত ইমাম মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করলেন: আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ আপনি আমাকে কোন উপদেশ দিবেন না। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: হে সুফিয়ান! আমি আপনার সাথে কথা বলি কিন্তু বেশি কথা আপনার জন্য ভালো নয় (তিনটি বিষয় মনে রাখবেন এবং এর উপর আমল করবেন):
আল্লাহ পাক তোমাকে কোন নেয়ামত দ্বারা ধন্য করেছেন আর তুমি তাতে স্থায়ীত্ব চাও, তবে তার বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন:
لَئِنْ شَکَرْتُمْ لَاَزِیْدَنَّکُمْ
(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদেরকে আরো অধিক দিবো।
যদি তোমার রিযিকে দেরী অনুভব হয় তবে অধিকহারে ইস্তিগফার করো, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন:
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّکُمْ ؕ اِنَّہٗ کَانَ غَفَّارًا (۱۰) یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْکُمْ مِّدْرَارًا (۱۱) وَّ یُمْدِدْکُمْ بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّکُمْ جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّکُمْ اَنْہٰرًا (۱۲)
(পারা ২৭, সূরা নূহ, আয়াত ১০-১২) কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর আমি বললাম ‘আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি মহা ক্ষমাশীল; তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন;