$header_html

Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat

ছেলেকে দেয়া ইমাম জাফর সাদিকের উপদেশ সমূহ

            এক বুযুর্গ বর্ণনা করে: হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র একজন শাগরেদ আমাকে জানালো যে, একবার আমি হযরতের খেদমতে উপস্থিত হলাম, হযরত মূসা কাযেرَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর পাশে বসে ছিলেন এবং তিনি তাঁকে উপদেশ দিচ্ছিলেন, কিছু কথা যা আমি মনে রাখতে পেরেছি তা হলো:

            হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে আমার সন্তান! আমার উপদেশ গ্রহ করে নাও এবং আমার কথাগুলো মনে রাখবে, যদি তা মনে রাখো তবে জীবনও ভালোভাবে অতিবাহিত করবে আর মৃত্যুও ঈর্ষান্বিত হবে।

 

সম্পদশালী কে?

            হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রথম উপদেশ এটাই দেন যে, হে আমার সন্তান! সম্পদশালী হলো সেই, যে অপরের সম্পদের প্রতি দৃষ্টি রেখে আল্লাহর বন্টনের প্রতি সন্তুষ্ট থাকে আর সে অভাবগ্রস্ত অবস্থাতেই মারা যায়। আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকা ব্যক্তি যেনো আল্লাহ পাকের এই ফয়সালার প্রতি অপবাদ লাগালো। নিজের ভুলকে ছোট মনে করা ব্যক্তি অপরের ভুলকে বড় ও অপরের ভুলকে ছোট মনে করা ব্যক্তি নিজের ভুলকে বড় মনে করে।

 

 

            প্রিয় ইসলামী ভাইয়েরা! এই উপদেশ থেকে এটাই শিক্ষা পেলাম যে, নিজের মাঝে অল্পেতুষ্টতা সৃষ্টি করুন এবং সর্বাবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে থাকুন আর তিনি যেই অবস্থায় রাখে, তাঁর সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকা

 

ওলামার সাহচর্য সম্মানের উপলক্ষ্য

            হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বিতীয় উপদেশ দেন যে, হে আমার সন্তান! অপরের দোষ প্রকাশকারীর, নিজের দোষ প্রকাশ হয়ে যায়, কারো জন্য গর্ত খননকারী নিজেই সেই গর্তে গিয়ে পতিত হয়, বোকাদের সাহচর্যে বসা ব্যক্তি নিকৃষ্ট ও অপদস্ত হয় আর ওলামাদের সাহচর্য অবলম্বনকারী সম্মানিত হয় এবং মন্দ জায়গায় গমনকারীর প্রতি অপবাদ দেয়া হয়ে থাকে।

 

            প্রিয় ইসলামী ভাইয়েরা! এই উপদেশ থেকে আমরা এই মাদানী ফুল পাই যে, আমরা অপরের দোষ প্রকাশ করবো না, আমরা সর্বদা কল্যাণ কামনা করবো আর ওলামায়ে কিরামের সাহচর্যে বসার চেষ্টা করবো।

            তৃতীয় উপদেশ দিতে গিয়ে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে আমার সন্তান! মানুষের উপর অপবাদ দেয়া থেকে বিরত থাকো, অন্যথায় মানুষ তোমার প্রতি অপবাদ দিবে, আর অহেতুক কথা বলা থেকে বিরত থাকো অন্যথায় এর কারণে সম্মান কমে যাবে।

 

 



$footer_html