Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat
ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র খোদাভীতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আরো একটি বিষয় যা এই ঘটনা থেকে জানা গেলো যে, আমাদের বুযুর্গানে দ্বীনেরা তাঁদের সন্তানদের কিরূপ অনন্য ও অতুলনীয় ইসলামী শিক্ষা দিতেন।
এই মানসিকতারই প্রভাব ছিলো যে, হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাল্যকাল থেকেই খোদাভীতি সম্পন্ন ছিলেন। আর তাঁর শানই এটাই যে, তাঁকে দেখে অন্যদেরও খোদাভীতি সৃষ্টি হয়ে যেতো। তাঁর ব্যাপারে বর্ণিত রয়েছে, রাতে কবরস্থানে তাশরীফ নিয়ে যেতেন এবং বলতেন: হে কবরবাসী! কি বিষয় যে, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা কোন উত্তর দিচ্ছো না? অতঃপর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: আফসোস! আমার ও তোমাদের মাঝে এমন পর্দা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে আমিও তোমাদেরই মতো হয়ে যাবো। তিনি এই বাক্যটি বলতেই থাকতেন, এক পর্যায়ে সুবহে সাদিক হয়ে যেতো এবং তিনি ফযরের নামাযের জন্য মসজিদে চলে যেতেন। (আয়নায়ে ইবরাত, ৬৪ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিটি গুণে অতুলনীয় ছিলেন। ইবাদত, রিয়াযত, তাকওয়া, পরহেযগারীতা, নম্রতা, সহানুভূতি, সহিষ্ণুতা, খোদাভীতি, ইলম ও আমল মোটকথা! তিনি অনন্য অভ্যাস ও ইবাদতে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আসুন! তাঁর সংক্ষিপ্ত পরিচিতি শুনে নিই:
ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র সংক্ষিপ্ত পরিচিতি
হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ
عَلَیْہِ ’র
জন্ম ১৭ রবিউল আউয়াল ৮৩ হিজরী সোমবার শরীফের দিনে মদীনা মনোওয়ারায় হয়। হযরত ইমাম জাফর সাদিক
رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ’র
উপনাম হলো আবু আব্দুল্লাহ এবং আবু ইসমাইল আর উপাধি হলো সাদিক, ফাযিল এবং তাহির। হযরত ইমাম জাফর
সাদিক رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ হলেন
হযরত ইমাম মুহাম্মদ বাকের
رَضِیَ
اللهُ عَنْہُ ’র
বড় শাহজাদা। হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র সম্মানিত আম্মাজানের নাম হলো হযরত উম্মে ফারওয়া যিনি আমীরুল
মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক
رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ ’র
নাতনী ছিলেন। (শরহে
শাজারায়ে কাদেরীয়া,
৫৭
পৃষ্ঠা)
আর তাঁর সম্মানিত পিতার পবিত্র নাম হলো হযরত ইমাম মুহাম্মদ বাকের, যিনি ইমাম যায়নুল আবেদীনের পুত্র
ছিলেন। এভাবে তাঁর বংশ মায়ের দিক দিয়ে আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক
رَضِیَ
اللهُ عَنْہُ এবং
পিতার দিক দিয়ে হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ ’র সাথে মিলিত হয়েছে। অর্থাৎ তিনি رَحْمَۃُ اللهِ
عَلَیْہِ মায়ের
দিক দিয়ে “সিদ্দিকি” আর পিতার দিক দিয়ে “আলাভী ও ফাতেমী”। (শরহুল আকায়িদ, ৩২৮ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনলাম যে, হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন সৈয়্যদ, কাদেরীয়া সিলসিলার শায়খ। হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ ’র সন্তানদের অন্তর্ভূক্ত। আহলে বাইতের বাগানের সুবাশিত ফুল এবং আহলে বাইতে কিরামের অন্তর্ভূক্ত। আর আহলে বাইতে কিরামের