Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat
হয়েছে যে, অডিও ক্যাসেট দিয়ে নিজের অগ্রযাত্রা সূচনাকারী প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার অধিনে বর্তমানে বাবুল মদীনা করাচীতে রীতিমতো প্রেস ও অফিস রয়েছে, যা এই সেক্টরের সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা ও প্রয়োজনয়ীতা সমৃদ্ধ। এই সংক্ষিপ্ত সময়ে মাকতাবাতুল মদীনা থেকে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং অন্যান্য ওলামায়ে আহলে সুন্নাত رَحِمَہُمُ الله ’র কিতাবও প্রকাশিত হয়ে অধিক সংখ্যায় জনসাধারণের হাতে পৌঁছে সুন্নাতকে জীবিত করার উপলক্ষ্য হচ্ছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ থেকে বাঁচার উৎসাহ ও প্রেরণা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যার যতটুকু সম্ভব নিজের অন্যান্য ব্যস্ততা থেকে কিছু না কিছু সময় দ্বীনি কাজের জন্য অবশ্যই বের করে নিন, এই দ্বীনি কাজে সম্পৃক্ততার বরকতে আমরা গুনাহ থেকে বাঁচতে থাকবো, আখিরাতের জন্য নেকীর ভান্ডার জমা হতে থাকবে, নেকীর দাওয়াত প্রদানকারী সৌভাগ্যবানদের মধ্যে আমরা গন্য হবো, উত্তম সাহচর্য লাভ হবে এবং দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ৭২টি নেক আমলের উপর আমলকারী হয়ে যাবো। * اَلْحَمْدُ لِلّٰه নেক আমল হলো আমলের প্রেরণা বৃদ্ধি ও গুনাহ থেকে পিছু ছাড়ানোর অনন্য উপায়। * নেক আমলের উপর আমলকারীর প্রতি আমীরে আহলে সুন্নাত দা’ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অনেক খুশি হয়ে থাকে এবং তাদেরকে দোয়া দ্বারা ধন্য করে থাকেন, এই নেক আমলের মধ্যে ৩৩নং একটি নেক আমল হলো: আপনি কি আজ তাহাজ্জুদের নামায পড়েছেন? বা রাতে না ঘুমানো অবস্থায় সালাতুল লাইল আদায় করেছেন?
যদি আমরা বাতেনী গুনাহ ও ধ্বংসাত্মক আমল থেকে বাঁচতে চাই তবে আমাদের আজ থেকেই এই নেক আমলের উপর আমল শুরু করার পাশাপাশি সারা জীবনের জন্য নেক আমলকে আপন করে নেয়া উচিৎ, আল্লাহ পাক আমাদের জাহেরী ও বাতেনী সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো এবং নেক আমলের আমলকারী বানাও। اٰمین
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কয়েকটি সুন্নাত ও আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। (মিশকাত, কিতাবুল ঈমান, ১/৫৫, হাদীস ১৭৫)