$header_html

Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat

এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন আর তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন ও তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন।

 

সমৃদ্ধির চাবি

            হে সুফিয়ান! যদি কোন বাদশাহর পক্ষ থেকে তুমি দুঃখ ও কষ্ট পাওয়ার সন্দেহ করো বা অন্য কোন পেরেশানিতে পতিত হও, তবে অধিকহারে لَا حَوْلَ وَلَا قُوَّۃَ اِلَّا بِاللهِপাঠ করো, কেননা এটা সমৃদ্ধির চাবি এবং জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার।

            হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের হাতে বৃত্ত বানিয়ে বললেন: তিনটি বিষয় আর কতইনা সুন্দর বিষয়। হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহর শপথ! আবু আব্দুল্লাহ তা বুঝে নিয়েছে এবং আল্লাহ পাক তাঁকে এর দ্বারা উপকৃত করবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

            প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ যে, আল্লাহ পাকের ইবাদত করতে থাকা, তাওবা ও ইস্তিগফারও করতে থাকা এবং লা হাওলা শরীফও মাঝে মাঝে পড়তে থাকা, এর সহজ পদ্ধতি হলো যে, যদি আমরা শাজারা শরীফের অযিফা প্রতিদিন পাঠকারী হয়ে যাই তবে এতে অনেক ইস্তিগফার পাঠ করার সৌভাগ্য অর্জিত হবে বরং লা হাওলা শরীফও প্রতিদিন পাঠ করার সৌভাগ্য অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক

 

মাকতাবাতুল মদীনার পরিচিতি

            দাওয়াতে ইসলামীর বিভাগ সমূহের মধ্যে একটি হলো মাকতাবাতুল মদীনা। বর্তমান যুগে বার্তা প্রেরণ এবং কিতাব ও পুস্তিকা প্রচারের জন্য আধুনিক মাধ্যমের ব্যবহার খুবই দ্রুত গতিতে প্রসার হচ্ছে, হওয়া তো উচিৎ ছিলো যে, এই আধুনিক মাধ্যমকে নেকীর দাওয়াতের সাড়া জাগাতে বা অন্যান্য জায়িয উদ্দেশ্যে ব্যবহার করা কিন্তু আফসোস যে, অতিপয় অপশক্তি এই যোগাযোগের মাধ্যমকে নিজেদের স্বার্থ পূরণের হাতিয়ার বানিয়ে নিয়েছে, যার সাহায্যে তারা রাতদিন নিজেদের ভ্রান্ত আকীদা প্রচার ও প্রসার করে সহজ সরল মুসলমানকে সত্যের পথ থেকে সরাতে ব্যস্ত রয়েছে। মোটকথা একদিকে আমলহীনতার বন্যা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তো অপরদিকে বদআকীদার ভয়ঙ্কর তুফানের ভয়াবহতা ধ্বংসযজ্ঞতার ভয়ানক দৃশ্যের অবতারনা করছেঅতএব শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই ফিতনা ফ্যাসাদের যুগেও বদআকীদার এই বন্যার সামনে বাঁধ নির্মাণের অক্লান্ত প্রচেষ্টা করেছেন, অবশেষে তাঁর একনিষ্ট প্রচেষ্টা সফল হয় এবং اَلْحَمْدُ لِلّٰه ১৪০৬ হিজরী, ১৯৮৬ সালে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়ে গেলোদাওয়াতে ইসলামীর এই বিভাগ থেকে প্রথম দিকে বয়ানের অডিও ক্যাসেট প্রকাশ করা হয় অতঃপর আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র কৃপাদৃষ্টিতে এমন উন্নতি নসীব



$footer_html