$header_html

Book Name:Imam Jafar Sadiq Ki Betay Ko Nasihat

            হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে  থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অল্প বয়সী সৈয়দজাদার খোদাভীতি

            একজন চার বছর বয়সী সৈয়দজাদা বাজারের মাঝেই অঝোড় নয়নে  কাঁদছিলো, কোন ভদ্রলোক আওলাদে রাসূলের সেবার প্রেরণায় আগ্রহী হয়ে বললেন: শাহজাদা! কি হয়েছে? যদি কোন কিছুর প্রয়োজন হয় তবে আদেশ করুন, এখনই হাজির করছি। একথা শুনে শিশুর কান্নার আওয়াজ আরো বেড়ে গেলো এবং বললো: চাচাজান! আল্লাহ পাকের গযব এবং জাহান্নামের ভয়ে মন ভেঙ্গে যাচ্ছে! সেই ভদ্রলোক স্নেহভরে আরয করলো: শাহজাদা! আপনি খুবই ছোট, এই বয়সেই এতো ভয় কেনো? শান্ত হোন শিশুদের আযাব দেয়া হবে নাএ কথা শুনে শিশুর ভয় আরে বেড়ে গেলো এবং কাঁদতে কাঁদতে বললো: চাচাজান! আমি দেখেছি যে, বড় বড় কাঠে আগুন লাগানোর জন্য এর আশেপাশে ছোট ছোট খড়-খুটোর ইন্ধন দেয়া হয়, খড়-খুটো দ্রুত আগুন জ্বালিয়ে দেয় আর এ সুবাদে বড় বড় কাঠসমূহও জ্বলে ওঠে! আমি ভয় করছি যে, আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় কাফেরকে জাহান্নামে জ্বালানোর জন্য ইন্ধন হিসেবে না আমাকে আগুনে নিক্ষেপ করা হয়!

            প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা কি জানেন সেই চার বছরের শিশুটি কে ছিলেন? তিনি আর কেউ নন! আমাদের ব্যথিত -হৃদয়ের ভরসা এবং পবিত্র আহলে বাইতের নয়নের মণি হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন। (নেকীর দাওয়াত, ৫৮৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

            হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! আপনারা শুনলেন যে, ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শিশুকাল থেকেই খোদাভীতি সম্পন্ন ছিলেন। ভাবুন তো যে, বর্তমানকার চার বছরের শিশুদের নিজেরই খবর থাকে না। সামান্য বড় হলে তবে মোবাইলে গেইম খেলা ও কার্টুন দেখে বিনোদন থেকে সময় পায় না কিন্তু ইমাম যায়নুল আবেদীনের নাতি আর হযরত ইমাম মুহাম্মদ বাকের رَضِیَ اللهُ عَنْہُ র ছেলে জনাবে ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র অবস্থা এমন ছিলো যে, এই অল্প বয়সেও খোদাভীতিতে অস্থির ছিলেনঅশ্রু প্রবাহিত হলে তা আর থামতো না। এই চিন্তায় থাকতো যে, না জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হয়, হায়! আমাদেরও যেনো এরূপ চিন্তা নসীব হয়ে যায়হায়! আমাদেরও যেনো খোদাভীতিতে কান্না করার চোখ অর্জিত হয়ে যায়।

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

 



$footer_html