Book Name:Din Raat Kesay Guzarain
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রত্যেকের ব্যস্ততা আলাদা আলাদা হয়ে থাকে, এর জন্য প্রত্যেকের উচিৎ যে, নিজের অবস্থা, ব্যস্ততা ইত্যাদি অনুযায়ী নিজের শিডিউল evbv‡bv, তবে আমরা আমাদের দুনিয়াবী ব্যস্ততার পাশাপাশি বেশি থেকে বেশি আখিরাতের প্রস্তুতি কিভাবে করতে পারি? এ m¤úwK©Z কয়েকটি মাদানী ফুল উপস্থাপন করছি:
(১) জামাআত সহকারে নিয়মিত নামায পড়ুন!
প্রথম মাদানী ফুল হলো যে, পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামাআত সহকারে আদায় করার অভ্যাস গড়ুন! নামায হলো me©cÖ_g ফরয, আলা হযরত ইমামে আহলে সুন্নাত, শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামায হলো প্রথম শরীয়ত। (ফতোয়ায়ে রযবীয়া, ৫/৮৩) অর্থাৎ প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর যখন প্রথম অহী অবতীর্ণ হয়েছে, এরপর me©cÖ_g ‡hB ফরয ইবাদত নির্দেশ দেয়া হয়েছে, তা হলো নামায।
হাদীসে পাকে রয়েছে: আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নামায দ্বীনের স্তম্ভ, তো যে এটি ছেড়ে দিলো তার কোন দ্বীন নেই।
(শুয়াবুল ঈমান, বাবু ফিস সালাত, ৩/৩৯, হাদীস ২৮০৭)
আল্লাহ পাক আমাদেরকে নামায কাযা করার গুনাহ থেকে নিরাপদ রাখুন।
(২) নামাযের সময়সূচী অনুসারে অতিবাহিত করুন!
দিন রাত কিভাবে অতিবাহিত Ki‡eb? এ m¤úwK©Z দ্বিতীয় মাদানী ফুল হলো: নামায পড়তে যত সময় লাগে, এই সময় পুরোপুরি আয়োজন সহকারে, c~Y© প্লানিং সহকারে অতিবাহিত করুন! আমরা যখন নামাযের জন্য ঘর বা দোকান থেকে বের হবো, তখন থেকে শুরু করে ঘরে বা দোকানে ফিরে আসা পর্যন্ত কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা লেগে যাবে। এই ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা আমরা নামাযের জন্য বের করছি, এটাও আমাদের জীবনের অংশ বরং হিসেবে এটি জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, কেননা তখন আমরা আমাদের আল্লাহ পাকের নিকট উপস্থিত থাকি, তাই এই সময়টি পরিপূর্ণ ধ্যানের সহিত অতিবাহিত করা উচিৎ। কিভাবে AwZevwnZ Ki‡eb?
* যখন ঘর বা দোকান থেকে বের n‡eb, তখন fv‡jv fv‡jv নিয়্যত করুন! যেমন; পথে যিকির ও দরূদ পড়তে পড়তে যাবো, মুসলমানদেরকে সালাম করবো, দৃষ্টিকে নত রাখবো, হাঁটার সুন্নাতের প্রতি খেয়াল রেখে হাঁটবো ইত্যাদি * এবার এই নিয়্যতগুলোর উপর আমল করে মসজিদে যান! * এবার মসজিদে পৌঁছে যদি সময় থাকে তবে তাহিয়্যাতুল মসজিদ এবং তাহিয়্যাতুল অযুর নফল নামায পড়ে নিন! (কিন্তু মনে রাখবেন! এই নফল ফজর ও gvMwi‡ei আযানের পর পড়া যাবে না) * অথবা চাইলে তবে সুন্নাতে কবলিয়াতেই (অর্থাৎ ফরযের পূর্বের সুন্নাত) তাহিয়্যাতুল অযু ও তাহিয়্যাতুল