Din Raat Kesay Guzarain

Book Name:Din Raat Kesay Guzarain

            এমনিতেও চাই আমরা শত বছরও জীবন অতিবাহিত করে নিই, অবশেষে GKw`b না একদিন মরতেই হবে, এই দুনিয়াকে ছাড়তে হবে, যা উপার্জন K‡i‡Qb এখানেই রেখে কবরে নামতে হবে এবং নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রতিদিনই বয়স কমছে

            প্রিয় ইসলামী ভাইয়েরা! উত্তম, বুদ্ধিমান ও জ্ঞানী সেই, যে উদাসিনতার চাদর খুলে নেয় এবং কবর ও আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ যখন gvby‡li পাশে বসতেন তখন বলতেন: হে লোকেরা! রাত ও দিন অতিবাহিত করার পাশাপাশি তোমাদের বয়সও কমে যাচ্ছে। তোমাদের আমল সংরক্ষণ করা হচ্ছে। মৃত্যু হঠাৎ আসবে তখন যেই নেকী ফসল বুনবে, সে আগ্রহ সহকারে কাটবে আরে যে মন্দের ক্ষেত বুনবে, তাকে অনুতপ্তের সহিত কাটতে হবে। প্রত্যেকেই নিজের উদ্গীরন করা ক্ষেতই কাটবে।

(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কালামুল লাইলি ওয়াল আয়াম, 8/৩৩২)

 

cÖ‡Z¨KwU দিন এই Avnevb করে...!!

            ইমাম ইবনে আবীদ দুনিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: প্রত্যেক দিন এই Avnevb করে: (হে লোকেরা! আমি হলাম নতুন দিন আর আমি হলাম তোমাদের mvÿx, হে আদম সন্তান! আমি আর ফিরে আসবো না। অতএব আজ নেক আমল করে নাও...!! অনুরূপভাবে প্রত্যেক নতুন রাত এটা বলে: হে আদম সন্তান! আজ রাতে নেক আমল করে নাও! আমি আর কখনো ফিরে আসবো না।

(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, 8/৩৩৩)

 

দিন ও রাত হলো ভান্ডার

            অলীয়ে কামিল হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নিশ্চয় এই দিন ও রাত ২টি ধনভান্ডার, ব্যস ভাবুন যে, এই ধনভান্ডার কোথায় ব্যয় করছেন? (মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, 8/৩৩৬)

 

দিন ও রাত হলো দুটি মেহমান

            ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে আদম সন্তান! এই দিন ও রাত তোমাদের নিকট হলো মেহমান, অতিশীঘ্রই তা তোমার প্রশংসা করে বা তোমাকে গালমন্দ করে বিদায় নিয়ে যাবে।

(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, 8/৩৩৬)

 

আহ! আমার জীবনের একটি দিন কমে গেলো

            হযরত মুফাযযাল বিন ইউনুস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক অভ্যাস ছিলো: যখন রাত হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি দিন কমে গেলো। যখন সকাল হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি রাত কমে গেলো। যখন তাঁর শেষ সময় এলো তখন তিনি কাঁদতে লাগলেন,