Din Raat Kesay Guzarain

Book Name:Din Raat Kesay Guzarain

অতঃপর বললেন: আমি জানি যে, আমার উপর আপদেপূর্ণ দিনের আগমন ঘটছে, আহ! সেইদিন প্রচন্ড বেদনার, নিশ্চয় তিনিই সত্যিকার সৃষ্টিকর্তা, যিনি আপন সৃষ্টির জন্য মৃত্যুর ফয়সালা করেছেন, অতঃপর তিনি পারা ২৯ সূরা মুলকের এই আয়াতে করীমা তিলাওয়াত করলেন:

الَّذِیۡ  خَلَقَ الۡمَوۡتَ وَ الۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ  اَیُّکُمۡ  اَحۡسَنُ عَمَلًا

(পারা ২৯, সূরা মুলক, আয়াত ২)                

কানযুল ঈমান থেকে অনুবাদ: তিনি, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়-তোমাদের মধ্যে কার Kg© অধিক উত্তম।

 

            এটা পড়ার পর তিনি একটি শেষ নিশ্বাস নিলেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। (মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৭)

 

বুদ্ধিমান কে...?

            আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْکَیِّسُ مَنْ دَانَ نَفْسَہٗ وَ عَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ অর্থাৎ বুদ্ধিমান হলো সেই, যে নিজের আমল যাচাই করলো এবং মৃত্যুর পরের (জীবনের) জন্য আমল করলো।

(তিরমিযী, আবওয়াবু সিফতুল কিয়ামাতি ওয়ার রাকাইক ওয়াল ওয়ারা, ৫৮৩ পৃষ্ঠা, হাদীস ২৪৫৯)

 

দিন ও রাতের শিডিউল কিভাবে বানাবে...?

            প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বাস্তবতা, আমাদের প্রতিটি নিশ্বাস মূল্যবান, প্রতিটি মুহুর্ত অমূল্য, বুদ্ধিমান সেই, যে নিজের দিন ও রাত খুবই সতর্কতার সহিত, চিন্তাভাবনা করে নেকীতে অতিবাহিত করে। আল্লাহ পাক আামদেরকে আখিরাতের চিন্তা নসীব KiæKআমাদের উচিৎ যে, আমাদের দিন ও রাতের শিডিউল বানানো, যাতে দুনিয়ার জায়িয ও জরুরী কাজও থাকবে আর এর পাশাপাশি দিন ও রাতের একটি বড় অংশ আখিরাতের জন্য, নেক কাজের জন্যও রাখুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: চেষ্টা করুন যে, সকালে উঠার পর থেকে নিয়ে রাতে ঘুমানো পর্যন্ত সকল কাজের Rb¨ সময় wba©viY করার, যেমন; এতটায় তাহাজ্জুদ, ইলমী ব্যস্ততা, মসজিদে তাকবীরে উলার সহিত জামাআত সহকারে ফজরের নামায (অনুরূপভাবে অন্যান্য নামাযও) ইশরাক, চাশত, bv¯Ív, উপার্জন, দুপুরের খাবার, পারিবারিক , সন্ধ্যার ব্যস্ততা, উত্তম mvnPh©, (যদি তা পাওয়া না যায় তবে একাকীত্ব উত্তম), ইসলামী ভাইদের সাথে দ্বীনি প্রয়োজনে সাক্ষাত ইত্যাদির সময় wba©viY করে নিন, যারা এতে অভ্যস্থ নয়, তাদের জন্য হতে পারে শুরুতে কিছু কষ্ট হবে। অতঃপর যখন Af¨¯Í হয়ে যাবে তখন এর বরকত নিজেই দেখতে পাবেন। اِنْ شَآءَ اللہ  (অমূল্য রত্ন, ২১-২২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد