Book Name:Din Raat Kesay Guzarain
বয়ান চলাকালীন D`vwmbZv থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দিনরাতের শিডিউল
হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে উপস্থিত হলাম, আমি দেখলাম যে, ফজরের নামায আদায় করার পর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মানুষদের সারা দিন ইলমে দ্বীন পড়াতে থাকেন, এই সময়ে শুধুমাত্র নামাযের বিরতী হয়েছিলো। ইশার নামাযের পর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। সামান্য কিছুক্ষণ পর সাদা ‡cvkvK পরিধান করে প্রচুর আতর লাগিয়ে পরিবেশ সুবাশিত করে, নিজের নূরানী চেহারা আলোকিত করে মসজিদের কোণায় নফল নামাযে লিপ্ত হয়ে গেলেন, এক পর্যায়ে সুবহে সাদিক হয়ে গেলো, এবার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন আর ‡cvkvK পরিবর্তন করে ফিরে এলেন এবং ফজরের নামায জামাআত সহকারে আদায় করার পর আগের দিনের ন্যায় ইশা পর্যন্ত পাঠদানের ধারাবাহিকতা বজায় ছিলো। আমি ভাবলাম হয়তো তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই ক্লান্ত হয়ে গেছেন, আজ রাতে তো অবশ্যই আরাম করবেন, কিন্তু দ্বিতীয় রাতও একই অবস্থা envj রইলো। অতঃপর তৃতীয় দিন এবং রাতও এভাবে অতিবাহিত হলো। আমি খুবই প্রভাবিত হলাম এবং আমি সিদ্ধান্ত নিলাম যে, সারা জীবন তাঁর খেদমতেই থাকবো। অতএব আমি তাঁর মসজিদেই স্থায়ীভাবে অবস্থান গ্রহন করলাম। আমি আমার অবস্থান কালে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দিনে কখনো রোযা বিহীন আর রাতে কখনো ইবাদত ও নফল থেকে উদাসীন দেখিনি। তবে যোহরের পূর্বে তিনি কিছুক্ষণ আরাম করে নিতেন। (মানাকিবে ইমাম আযম লিল কিরদারী, ২৩০-২৩১ পৃষ্ঠা)
হযরত ইবনে আবি মুয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা হলো: হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই সৌভাগ্যবান যে, তাঁর ওফাত ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে সিজদা অবস্থায় হয়েছে।
(মানাকিবিল ইমাম আযম লিল কিরদারী, ২৩১ পৃষ্ঠা)
হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہا এর দিনরাতের শিডিউল
বর্ণিত আছে যে, হযরত রাবেয়া বসরীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہا এর অভ্যাস ছিলো যে, যখন রাত হতো আর সব লোক ঘুমিয়ে পরতো, তখন নিজেকে বলতেন: হে রাবেয়া! (হয়তো) এটা তোমার জীবনের শেষ রাত, হয়তো তোমার কালকের সূর্য দেখা নসীব হবে না, অতএব উঠো আর নিজের প্রতিপালকের ইবাদত করে নাও, যাতে কাল কিয়ামতে তোমাকে লজ্জার সম্মুখিন হতে না হয়, হিম্মত করো, ঘুমাইও