Din Raat Kesay Guzarain

Book Name:Din Raat Kesay Guzarain

না, জাগ্রত থেকে আপন প্রতিপালকের ইবাদত করো। এরূপ বলার পর তিনি উঠে দাঁড়িয়ে যেতেন এবং সকাল পর্যন্ত নফল নামায আদায় করতে থাকতেন। যখন ফজরের নামায আদায় করে নিতেন তখন নিজেকে আবারো সম্বোধন করে বলতেন: হে আমর নফস! ‡Zvgvi মুবারক হোক, কেননা গত রাতে তুমি খুবই কষ্ট করেছো, কিন্তু মনে রেখো যে, এই দিন তোমার জীবনের শেষদিন হতে পারে। একথা বলে আবারো ইবাদতে লিপ্ত হয়ে যেতেন আর যখন ঘুম প্রভাব বিস্তার করতো তখন উঠে হাটাহাটি করা শুরু করে দিতেন আর পাশাপাশি নিজেকে বলতে থাকতেন: রাবেয়া! এটাও কি কোন ঘুম! এতে কিইবা স্বাদ আছে? একে ছাড়ো আর কবরে আরামের সহিত দীর্ঘ সময়ের জন্য ঘুমিও, আজ তো তোমার বেশি ঘুম আসেনি কিন্তু আগামী রাতে আরো বেশি ঘুম আসবে, হিম্মত করো আর নিজের প্রতিপালককে সন্তুষ্ট করে নাও। এভাবে করতে করতে তিনি ৫০ বছর কাটিয়ে দিলেন যে, তিনি নাতো কখনো বিছানায় আরাম করেছেন আর নাতো কখনো বালিশে মাথা রেখেছেন, এমনকি তাঁর ইন্তিকাল হয়ে গেলো। (হেকায়াতুস সালেহীন, ৩৯ পৃষ্ঠা)

            اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো! এই আল্লাহ পাকের নেককার বান্দারা কিরূপ সুন্দরভাবে ও কিরূপ পূর্ণ অটলতার সহিত নিজের দিনরাত নেকীতে অতিবাহিত করতেন। আহ! অপরদিকে আমরা যে, রাতে উদাসিনতায় ঘুমিয়ে আর দিনে নশ্বর পৃথিবীর কাজকর্মে কাটিয়ে দিই, না কবর ও আখিরাতের কোন চিন্তা, না আল্লাহ পাককে সন্তুষ্টকারী কোন কাজ... !

 

দিনরাত আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো!

            হে আশিকানে রাসূল! আল্লাহ পাক এই দিনরাত এই কারণে বানাননি যে, আমরা সারারাত ব্যস উদাসিনভাবে ঘুমিয়ে থাকবো এবং দিনের বেলা ব্যস দুনিয়ারই চিন্তায় লেগে থাকবো, এই দিন ও রাত, আমাদের এই নিশ্বাস, আল্লাহ পাকের প্রদত্ত অসংখ্য অগনিত নেয়ামত, এই জীবন, আল্লাহ পাকের ইবাদত করা, যিকির ও চিন্তায় লিপ্ত থাকা এবং মৃত্যুর পরের স্থায়ী জীবনের প্রস্তুতি নেয়ার জন্যই। আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

وَ جَعَلۡنَا الَّیۡلَ وَ النَّہَارَ اٰیَتَیۡنِ فَمَحَوۡنَاۤ اٰیَۃَ الَّیۡلِ وَ جَعَلۡنَاۤ  اٰیَۃَ النَّہَارِ مُبۡصِرَۃً  لِّتَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّکُمۡ

(পারা ১৫, বনী ইসরাঈল, আয়াত ১২)        কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি; সুতরাং রাতের নিদর্শনকে স্তিমিত রেখেছি এবং দিনের নিদর্শনকে প্রদর্শনকারী, যাতে আপন রবের অনুগ্রহ সন্ধান করো।

 

            এই আয়াত থেকে জানা গেলো; রাত ও দিন আল্লাহ পাকের ২টি নিদর্শন, আল্লাহ পাক রাতের নিদর্শনকে অন্ধকার বানিয়েছেন যে, এতে সকল কিছু গোপন হয়ে যায় আর দিনকে আলোকিত বানিয়েছেন, কেন বানিয়েছেন? এই জন্য যাতে তোমরা আপন প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করো! হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে মুবারাকায় যেই অনুগ্রহ অনুসন্ধানের আদেশ রয়েছে, তা হলো সাওয়াব ও মাগফিরাতের।

(ইহইয়াউল উলুম, কিতাব: তারতিবুল আউরাদ, ১/৪৩৮)