Din Raat Kesay Guzarain

Book Name:Din Raat Kesay Guzarain

            যেনো বলা হচ্ছে! আমি রাতকেও আমার কুদরতের নিদর্শন বানিয়েছি, দিনকেও আপন কুদরতের নিদর্শন বানিয়েছি, কেন? যাতে তোমরা দিনরাত নেকী করো, জান্নাতে নিয়ে যাওয়ার আমলের মাধ্যমে আখিরাতের মহান সাওয়াব ও আল্লাহ পাকের মাগফিরাত অনুসন্ধান করতে থাকো... !!

            সাহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হে আদম সন্তান! জমিনকে নিজের পা দ্বারা পদদলিত করে নাও! অতিশীঘ্রই তোমরা এর ভেতর নেমে যাবে। হে আদম সন্তান! তোমাদের জীবন কি? এই দিনগুলোরই তো সমষ্টি। যখন একদিন অতিবাহিত হয়ে যায়, তোমাদের জীবনের একটি অংশ কমে যায়, নিশ্চয় যখন থেকে তোমরা জন্মগ্রহন করেছো, তোমাদের জীবন ধারাবাহিকভাবে n«vm †c‡q যাচ্ছে।

(মাওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কালামুল লিয়ালী ওয়াল আইয়াম, ৪/৩৩৬)

 

মুমিনের উপদেশ

            হযরত আব্দুল্লাহ ইবনে সুমাইত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার সম্মানিত পিতাকে বলতে শুনেছি: মুমিন বান্দা নিজেকে এভাবে বুঝায়: হে নফস! এটা হলো দুনিয়াবী ও নশ্বর জীবন, শুধুমাত্র তিনদিনেরই, একদিন অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয়দিন যা অতিবাহিত হচ্ছে, মনে করো যে, ব্যস এটাও অতিবাহিত হয়ে গেলো আর তৃতীয়দিন আসার দিন হলো আগামীকাল আর তা হলো শূন্য আশা, যা হয়তো তুমি নাও পেতে পারো, ধরো যদি তুমি কাল পর্যন্ত বেঁচে থাকো তবে কালকের দিন তোমার রিযিক জানিনা কত লোকের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসে, হয়তো তুমিও এতে অন্তর্ভূক্ত থাকবে, যারা মৃত্যুর বার্তা পাবে। অতঃপর যদি আরো জীবন পাও, তবে তোমার দূর্বলতা অন্তরে দারিদ্রতা, অসুস্থতা এবং আপদের দুঃখ ভর করে থাকবে, যখন তোমার এতকিছু দুনিয়াবী দুঃখ থাকবে তবে তোমার অন্তর আখিরাতের চিন্তায় কিভাবে মনযোগী হবে? মনে রাখবে! সর্বাবস্থায় অতিবাহিত হওয়া দিন তোমার বয়স কমিয়ে যাচ্ছে, কিন্তু তোমার কোন পরোয়া নেই, ঐ ব্যক্তি আখিরাতের জন্য কি প্রস্তুতি নিবে, যার দুনিয়াবী চাহিদাই পূরণ হয়না? কতইনা g~L© ঐ মুসলমান, যার বিশ্বাস রয়েছে যে, দুনিয়া নশ্বর, আখিরাত অবিনশ্বর, তবুও অবিনশ্বর জীবন ছেড়ে নশ্বর জীবনকে উন্নত করার বেদনায় ব্যথিত থাকে। (উয়ুনুল হিকায়াত, ৩৬৪ পৃষ্ঠা)

            প্রিয় ইসলামী ভাইয়েরা! কথাতো একেবারেই সত্য, আমাদেরকে দুনিয়াবী চিন্তা এমনভাবে আকঁড়ে রয়েছে যে, আখিরাতের চিন্তা করার তো সময়ই পাওয়া যায়না, সর্বদা ব্যস দুনিয়া উপার্জনেরই চিন্তা, জান্নাত অর্জন, আখিরাত সজ্জিত করা এবং কবরকে আলোকিত করার উপলক্ষ্য করার তো কখনো খেয়ালই আসে না!! এটা হলো উদাসিনতা...!! একটু ভাবুন তো! এই দুনিয়া কতদিনের। কে জানে আজকের এই রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে, কে জানে পরমুহুর্তেই মালাকুল মউত عَلَیْہِ السَّلَام এসে গেলো আর আমাদের সকালের m~h© দেখা নসীব হলো না...!!