Din Raat Kesay Guzarain

Book Name:Din Raat Kesay Guzarain

        ‡d‡ikZvরা এই পরিবর্তন ফজর ও আসরের নামাযের সময় হয়ে থাকে এবং যারা এই দুটি নামায আদায় করে তাদের এই DcKvwiZv অর্জিত হয় যে, ‡d‡ikZv পরিবর্তনের সময় তারা নামায অবস্থায় থাকে, যেমনটি হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: রাত ও দিনের ‡d‡ikZv তোমাদের মাঝে পালাক্রমে আসতে থাকে আর ফজরের নামায ও আসরের নামাযে একত্র হয় অতঃপর যারা তোমাদের নিকট আসে যখন তারা উপরে উঠে যায় তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করে, অথচ তিনি ভালই জানেন যে, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? ‡d‡ikZvরা আরয করে: আমরা যখন তাদেরকে রেখে এসেছি তখন তারা নামায পড়ছিলো এবং যখন আমরা তাদের নিকট গেলাম তখনও তারা নামায পড়ছিলো।

(বুখারী, কিতাব: মাওয়াকিয়াতুস সালাত, ২০৫ পৃষ্ঠা, হাদীস ৫৫৫)

 

(৪) রাতের কিয়ামকে আবশ্যক করে নিন!

            হে আশিকানে রাসূল! আমরা দিন রাত কিভাবে অতিবাহিত করবো? এ সম্পর্কে চতুর্থ মাদানী ফুল হলো: রাতে ঘুমানোর c~‡e© কমপক্ষে এক ঘন্টা এমনভাবে wba©viY করুন, যাতে শুধু ইবাদতই হবে আর কোন কাজ থাকবে না। চেষ্টা করে এই এক ঘন্টায় c~Y© আয়োজন সহকারে ইবাদত করুন * সম্ভব হলে তবে একটি পোষাক আলাদাভাবে এই সময়ের জন্য রেখে দিন, অন্যথায় cwi®‹vi cwi”Qbœ কাপড় পরিধান করুন * নতুন অযু করুন * সুগন্ধি লাগান * এবং কমপক্ষে একঘন্টা আল্লাহ পাকের ইবাদত করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ৫ এর উৎসাহ

            প্রিয় ইসলামী ভাইয়েরা! নেকী করার মানসিকতা পেতে, গুনাহ থেকে বাঁচতে এবং নিজের দিন ও রাত নেক আমলে অতিবাহিত করতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহন করুন, মাদানী কাফেলায় সফর এবং ৭২টি নেক আমলপুস্তিকা পূরণ করার অভ্যাস গড়ুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাতের প্রদানকৃত ৭২টি নেক আমলনেককার হওয়ার অনন্য উপায়, আপনারাও এর উপর আমল করুন, এই নেক আমলের মধ্যে একটি নেক আমল নাম্বার ৫ হলো যে, আজ কি আপনি পাঁচ ওয়াক্ত নামাযের পর কমপক্ষে একবার করে আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং তাসবীহে ফাতিমা (رَحْمَۃُ اللهِ عَلَیْہا) পড়েছেন? এটি এমন একটি নেক আমল যে, এর উপর আমল করাতে আমাদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায পড়াও নসীব হবে আর নামাযের পর আল্লাহর যিকির করারও অভ্যাস হয়ে যাবে। অনুরূপভাবে আরো অনেক নেক আমল এই সংক্ষিপ্ত পুস্তিকায় রয়েছে, আমাদের উচিৎ যে, আমরা নিজেরাও এর উপর আমল করবো আর অপরকেও এর উৎসাহ প্রদান করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد