Qiyamat Ke Din Ke Gawah

Book Name:Qiyamat Ke Din Ke Gawah

বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমল

    হে আশিকানে রাসূল! আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ভয় নসিব করুক নিঃসন্দেহে আমরা হিসাব দেওয়ার উপযুক্ত নই হায়, যদি আমাদের কাছ থেকে হিসাব নেয়া হয় তাহলে অপমান ছাড়া আর কিছু পাবো না এই জন্য দোয়া করতে থাকা উচিৎ যে আল্লাহ পাক যেন আমাদেরকে বিনা হিসাবে আপন রহমতে তার প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুপারিশের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                              صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নম্বর ৯ ও ১০ এর প্রতি উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন আমরা শ্রবণ করলাম যে কিয়ামতের দিন আমাদের অঙ্গসমূহ আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে নিজের অঙ্গসমূহকে কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী বানানোর জন্য দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশর সাথে সম্পৃক্ত থাকুন এবং সাব ইউনিটের ১২ দ্বীনি কাজে অগ্রসর হয়ে অংশগ্রহণ করুননেক আমল পুস্তিকার উপর আমল মাদানী কাফেলায় সফর করুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত৭২টি নেক আমলএর মধ্যে হতে ১০ নম্বর নেক আমলে আছে যে আপনি কি আজ চোখের বিভিন্ন গুনাহ (অর্থাৎ কুদৃষ্টি, সিনেমা, নাটক, মোবাইলে খারাপ ছবি ভিডিও, গায়র-মাহরাম মহিলা এবং চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোনদের দেখা) থেকে বাঁচার চেষ্টা করেছেন? এবং আপনি কি আজ কানের বিভিন্ন গুনাহ (অর্থাৎ গীবত, গান বাজনা, খারাপ অশ্লীল কথা, মোবাইলের মিউজিক্যাল টোন, কলার টোন ইত্যাদি শোনা) থেকে বাঁচার চেষ্টা করেছেন? এটা এমন নেক আমল যদি আমরা এর উপর আমলকারী হয়ে যাই, তাহলে আমরা আমাদের অঙ্গসমূহকে অনেক গুনাহ থেকে বাঁচাতে সফল হবো আল্লাহ পাক আমাদের নেক আমলের উপর আমল করার তৌফিক দান করুক আমিন