Qiyamat Ke Din Ke Gawah

Book Name:Qiyamat Ke Din Ke Gawah

ইত্যাদিতে সিনেমা নাটক দেখে গান-বাজনা শুনে টাইম পাস করে পথ চলার সময় মোবাইলে গান শুনে বা গুনগুন করে পথ চলে এমন ব্যক্তিদের চিন্তা করা উচিৎ যে সেই যমীনকে কোন ব্যাপারে নিজের সাক্ষ্য বানাচ্ছে ? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: تَحَفَّظُوْا مِنَ الْاَرْضِ অর্থাৎ যমীন থেকে বেঁচে থাকো.....! فَاِنَّہَا اُمُّکُم নিঃসন্দেহে এটা তোমাদের মূল,وَاِنَّہٗ لَیْسَ مِنْ اَحَدٍعَامِلٍ عَلَیْہَاخَیْراً وَّ شَرّاًاِلَّا هِیَ مُخْبِرَةٌ যে ব্যক্তি এই যমীনে অণু পরিমান নেকী করবে বা

মন্দ করবে কিয়ামতের দিন এই যমীন তার ব্যাপারে সাক্ষ্য দেবে

(মুজামুল কবীর, খণ্ড, পৃষ্ঠা- ২০০, হাদীস: ৪৪৬২)

 

(২-৩) রোজ কিয়ামতের দুই সাক্ষী: দিন ও রাত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই দিন রাতও কিয়ামতের দিন আমাদের সাক্ষী হবে আমরা দিনের আলোতে যা করেছি কিংবা রাতের অন্ধকারে যা করেছি সে সব প্রকাশ করে দেবে যেমন হাদীসে পাকে রয়েছে; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: প্রত্যেক দিনের যখন আগমন হয় তখন তা ঘোষণা করে: হে আদম সন্তান! আমি তোমাদের কাছে নতুন সৃষ্টি আজ তুমি আমার মাঝে যা আমল করবে কাল কিয়ামতের দিন আমি তার সাক্ষ্য দেবো তুমি আমার মাঝে নেকী করো, যাতে আমি তোমার নেকীর সাক্ষ্য দিতে পারি আমি চলে যাওয়ার পর তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুনরায় ইরশাদ করেন: যখন রাত আসে তখন সেও এভাবে ঘোষণা করে (হুলিয়াতুল আউলিয়া, খণ্ড -, পৃষ্ঠা- ৩৪৪, সংখ্যা- ২৫০১)

 

(৪) কিরামান কাতিবীন

    কিয়ামতের দিন চতুর্থ সাক্ষ্য হবে আমলের লেখক ফেরেশতা কিরামান কাতিবীন আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ اِنَّ عَلَیۡکُمۡ لَحٰفِظِیۡنَ (ۙ۱۰) کِرَامًا کَاتِبِیۡنَ (ۙ۱۱)  یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ (۱۲)

(পারা ৩০, সূরা ইনফিতার, আয়াত ১০-১২)