Qiyamat Ke Din Ke Gawah

Book Name:Qiyamat Ke Din Ke Gawah

সুরমা লাগানোর সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে সুরমা লাগানোর সুন্নাত আদব শ্রবণ করি: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সব চাইতে উত্তম সুরমা হচ্ছেইসমাদ কেননা এটা দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং পাপড়ি গজায় (সুনানে ইবনে মাজাহ, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা- ১১৫, হাদীস নং- ৩৪৯৭) * পাথুরে সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়্যতে লাগানো পুরুষের জন্য মাকরূহ আর যদি রূপচর্চা উদ্দেশ্যে না হয় তবে মাকরূহ নয় (ফতোওয়ায়ে আলমগিরী, ৫ম খণ্ড, ৩৫৯ পৃষ্ঠা) * শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত (মিরআতুল মানাজিহ, ৬ষ্ঠ খণ্ড, ১৮০ পৃষ্ঠা)

 

ঘোষণা

    সুরমা লাগানোর অবশিষ্ট সুন্নাত তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                   صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

 

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)