Qiyamat Ke Din Ke Gawah

Book Name:Qiyamat Ke Din Ke Gawah

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চয়ই তোমাদের উপর কিছু সংখ্যক রক্ষনাবেক্ষণকারী রয়েছে, সম্মানিত লিখকগণ তারা জানে যা কিছু তোমরা করো

 

    আমাদের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন যখন আল্লাহ পাক কোনো মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করে তখন ফেরেশতাকে নির্দেশ দেন; এর রিযিক মৃত্যুর সময় লিখে দাও! ফেরেশতা লিখে চলে যায় তারপর অন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সুরক্ষা দেয় তারপর মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন দুইটি ফেরেশতা তার সাথে নিযুক্ত করে দেওয়া হয় যারা মৃত্যু পর্যন্ত তার নেকী গুনাহ লিখতে থাকে তারপর যখন মানুষের মৃত্যুর সময় আসে তখন এই ফেরেশতারা আসমানের দিকে চলে যায় আবার যখন কিয়ামত কায়েম হবে তখন সে ফেরেশতারা মানুষের কাছে পৌঁছে যাবে, তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেবে একজন ফেরেশতা তাকে হাশরের ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে আর অন্য ফেরেশতা তার সাক্ষ্য দেবে

(হিলয়াতুল আউলিয়া, খণ্ড- , পৃষ্ঠা- ২২১, সংখ্যা- ৩৭৭৫)

(৫) আমলনামা

    কিয়ামতের দিন পঞ্চম সাক্ষ্য হবে আমাদের আমলনামা যা কিরামান কাতিবীন ধারাবাহিকভাবে লিখে এসেছে সে আমলনামাতে আমাদের প্রত্যেক ছোট বড় আমল লিখিত থাকবে রাসূলের সাহাবী হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সমস্ত আমলনামা আরশের নিচে থাকবে যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ পাক একটি বাতাস পাঠাবেন যা আমলনামাগুলো উড়িয়ে নিয়ে কারো ডান হাতে আর কারো বাম হাতে পৌঁছে দেবে আমল নামাতে সর্বপ্রথম লেখা থাকবে:

 

اِقۡرَاۡ کِتٰبَکَ ؕ   کَفٰی بِنَفۡسِکَ الۡیَوۡمَ عَلَیۡکَ حَسِیۡبًا (ؕ۱۴)

(পারা ১৫, বনী ইসরাঈল, আয়াত ১৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আপন কিতাব পাঠ করো! আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট