Qiyamat Ke Din Ke Gawah

Book Name:Qiyamat Ke Din Ke Gawah

এর উত্তর খুঁজে দেবেন প্রশ্ন হলো এই যে- সবচেয়ে বড় জ্ঞানী কে এবং সবচেয়ে বড় মুর্খ কে? মনসুর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রশ্ন শুনে উত্তর খুঁজতে মহল থেকে বাইরে এলেন খোলা আকাশের নিচে আসা মাত্র আবার তৎক্ষণাৎ ফিরে গেলেন খলিফা আব্দুল মালিক বিন বিন মারওয়ান যখন তাকে দেখলেন বললেন: হে মনসূর! উত্তর কি পেয়ে গেছেন? বললেন: হ্যাঁ, সবচেয়ে বড় জ্ঞানী হলো সে যে নেকী করেও ভীত থাকে এবং সবচেয়ে বড় মুর্খ সে যে গুনাহও করে,

আবার মহান আল্লাহ আযাবকে ভয়ই করে না

    এটা শুনে আব্দুল মালিক বিন মারওয়ান কান্না করতে লাগলো, তারপর বললো: হে মনসূর! আল্লাহ পাকে শপথ! আপনি ঠিক বলেছেন আমাকে অন্তরের শিফা অর্থাৎ কুরআনে পাকের কোনো আয়াত তিলাওয়াত করে শুনান! মনসূর বিন আম্মার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পারা , সূরা আলে ইমরানের এই আয়াত পাঠ করলেন:

 

یَوۡمَ تَجِدُ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ مِنۡ خَیۡرٍ مُّحۡضَرًا ۚۖۛ       وَّ مَا عَمِلَتۡ مِنۡ سُوۡٓءٍ ۚۛ

(পারা , আলে ইমরান, আয়াত ৩০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: যে দিন প্রত্যেকে, যে ভাল কাজ করেছে তা বিদ্যমান পাবে এবং যে কোনো মন্দ কাজ করেছে তাও বিদ্যমান পাবে

 

    এটা শুনে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বেহুঁশ হয়ে গেলেন যখন হুঁশ এলো তখন বললেন: হে মনসূর! আল্লাহ পাকে ফরমান:

وَ یُحَذِّرُکُمُ اللّٰہُ نَفۡسَہٗ ؕ

(পারা , আলে ইমরান, আয়াত ২৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহ তোমাদেরকে আপন ক্রোধ সম্পর্কে ভয় প্রদর্শন করছেন

    এর অর্থ কী? হযরত মনসূর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এর অর্থ হলো এই যে আল্লাহ পাক তোমাদেরকে তার পাকড়াওয়ের ব্যাপারে ভয় প্রদর্শন করছেন