Book Name:Hum Nay Karbala Se Kia Seekha
খারাপ কাজ করা থেকে বিরত না রাখে তবে আল্লাহ পাক নিজ দায়িত্বে এ বিষয়টি আবশ্যক করে নেন যে, তাকে (দর্শককে) সেই (অত্যাচারীর) সাথে রাখবেন। হে লোক সকল! শোন এই ইয়েজিদ শয়তানের আনুগত্যকে বাধ্যতামূলক করেছে, পরম করুণাময় আল্লাহ পাকের আনুগত্য পরিত্যাগ করেছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মহান আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক প্রদত্ত হারাম জিনিসকে হালাল ঘোষণা করেছে এবং হালালকে হারাম বলে ঘোষণা করেছে। এমন অত্যাচারীর সামনে সত্যের বাণী তুলে ধরার আমিই বেশি হকদার।
(তারিখে তবরি: খন্ড:৩ পৃষ্ঠা: ৩০৬)
হে আশিকানে রাসূল!! ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ পাপিষ্ঠ ইয়াজিদের সাতটি বদ অভ্যাস বর্ণনা করেছেন, (১) ইয়াজিদ (ফাসিক) পাপিষ্ঠ (২) ইয়াজিদ মদ্যপায়ী (৩) ইয়াজিদ অত্যাচারী (৪) ইয়াজিদ পরম করুণাময়ের আনুগত্য ত্যাগ করে শয়তানের অনুসরণ করে। (৫) ইয়াজিদ ফেতনা ফ্যাসাদ ছড়ায় (৬) ইয়াজিদ আল্লাহর সীমা লঙ্ঘন করে (৭) ইয়াজিদ আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম এবং হারামকৃত জিনিসকে হালাল বলে আখ্যায়িত করে।
এখন আমরা আমাদের চরিত্রের প্রতি একটু দৃষ্টি দেই! ইয়াজিদ ফাসিক ছিল, আর ফাসিক তাকে বলা হয়: যে প্রকাশ্যে গুনাহ করে। আমাদের সমাজে এমন কতজন লোক আছে যারা প্রকাশ্যে গুনাহ এড়িয়ে চলে? দাড়ি মুণ্ডন করা বা এক মুষ্টির চেয়ে ছোট করা হারাম। অসংখ্য লোক এমনও রয়েছে যারা দাড়ি মুন্ডন করে এক মুষ্টি থেকে ছোট করে, সবার সামনে গালিগালাজ করে,আর নিজের গুনাহের প্রকাশও করে। কারবালার ঘটনার শিক্ষা এবং বাস্তবে হোসাইনি পরিচয় হলো আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন:
وَ مَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَ یَتَّبِعۡ غَیۡرَ سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَ نُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَ سَآءَتۡ مَصِیۡرًا (۱۱۵)
(পারা ৫, সূরা নিসা, আয়াত ১১৫)