Book Name:Hum Nay Karbala Se Kia Seekha
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং যে ব্যাক্তি রাসুলের বিরোধিতা করে এরপরে যে, সঠিক পথ তার সম্মুখে সুস্পষ্ট হয়েছে এবং মুসলমানদের পথ থেকে আলাদা পথে চলে,আমি তাকে তার অবস্থার উপর ছেড়ে দেবো এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো এবং কতই মন্দ স্থান প্রত্যাবর্তন করার।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّ اللّٰهَ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوْهَا আল্লাহ পাক কতিপয় ফরয নির্ধারিত করেছেন, সেগুলোকে নষ্ট করো না, وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوْهَا এবং কিছু জিনিস হারাম করেছেন সেগুলোকে তুচ্ছ মনে করো না, وَحَدَّ حُدُوْدًا فَلَا تَعْتَدُوْهَا এমন কিছু সীমা নির্ধারণ করেছেন সেগুলো লংঘন করো না, وَسَكَتَ عَنْ أَشْيَآءَ مِنۡ غَيْرِ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوْا عَنْهَا আর ইচ্ছাকৃতভাবে কিছু বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন সেগুলির অনুসন্ধান করো না। (সুনানে দারে ক্বুতনি: খন্ড ৪, পৃষ্ঠা ২১৭ হাদিস: ৪৩৫০)
ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ইয়াজিদ নির্যাতক। আমাদের সমাজ জুলুমে পরিপূর্ণ। অনেকের ধারণা জুলুম শুধু হত্যা ও দাঙ্গাকেই বলা হয় অথচ এমনটি নয়, অন্যায়ভাবে হত্যা করাও জুলুম, কাউকে অন্যায়ভাবে চড় মারাও জুলুম, কারো টাকা আত্মসাৎ করাও জুলুম,গালিগালাজ করা, কারো সম্মানহানি করা এমনকি কাউকে ভয় দেখানোকেও হাদিসে পাকে জুলম বলে সাব্যস্ত করা হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের সাথে সৎব্যবহার করার এবং তাদের উপর যে কোন প্রকার অত্যাচার ও অপব্যবহার থেকে বাঁচার তৌফিক দান করুন।
শয়তানের অনুসরণ করা ইয়াজিদি চরিত্র
অনুরূপভাবে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেছেন: ইয়াজিদ পরম করুণাময়ের আনুগত্য পরিত্যাগ করে শয়তানের অনুসরণ করে।
আল্লাহ! আল্লাহ! এটা একটা বড় পরীক্ষা। নামায পড়া হলো আল্লাহর আনুগত্য পক্ষান্তরে নামায না পড়া হলো শয়তানে অনুসরণ। আমাদের মধ্যে কয়জন মানুষ সত্যিকারের নামাযী? আমরা কয়জন পাপকর্ম থেকে বিরত থাকি? রমযানের রোযা রাখা আল্লাহ পাকের আনুগত্য পক্ষান্তরে রোযা না রাখা শয়তানের অনুসরণ, বিবেচনা করুন!