Book Name:Hum Nay Karbala Se Kia Seekha
ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ফজিলত:
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম আলী-মকাম, ইমাম হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন সত্তা। তার নাম হলো হুসাইন, উপনাম আবু আব্দুল্লাহ, উপাধি সিবতে রাসূল তথা রাসূলের নাতি এবং রায়হানাতুর রাসূল তথা রাসূলের ফুল। (কারামতে ইমাম হুসাইন পৃষ্ঠা:৩)
(১) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: حُسَيْنٌ مِنِّي وَاَنَا مِنْ حُسَيْنٍ، اَحَبَّ اللَّهُ مَنْ اَحَبَّ حُسَيْنًا অর্থাৎ হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। (তিরমিযি, পৃষ্ঠা: ৮৫৭ হাদিস: ৩৭৮২) (২) একটি হাদিসে রয়েছে: যে হাসান ও হুসাইনকে ভালবাসল, সে আমাকে ভালবাসল, আর যে তাদের সাথে শত্রুতা করল সে আমার সাথে শত্রুতা করল। (মুস্তাদরাক:পৃষ্ঠা:১৮২, হাদিস:৪৭৭৭) (৩) বুখারী শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহর শেষ নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا অর্থাৎ হাসান ও হুসাইন দুনিয়াতে আমার দুটি ফুল। (বুখারী,পৃষ্ঠা:৯৪৯, হাদিস:৩৭৫৩)
(৪) তিরমিযি শরীফে রয়েছে: হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। (তিরমিজি পৃষ্ঠা: ৮৫৫ হাদিস: ৩৭৭৫) ইমামে আলী মকাম, ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ ৫ই শাবান ৪ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। (ইমাম হোসাইনের কারামত, পৃষ্ঠা ৩) ৫৫ বছর ৫ মাস ৫ দিন এই পৃথিবীতে অবস্থান করেন। ১০ই মহররমুল-হারাম, ৬১ হিজরি শুক্রবার চরম নিপীড়নের মধ্য দিয়ে শাহাদাত বরণ করেন। (সাওয়ানাহে কারবালা: পৃষ্ঠা: ১৭০) তিনি সত্যের উপর অবিচল, বীরত্ব, অটল ও ধৈর্য্য ও সন্তুষ্টির চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেন।
এমনিভাবে একজন চিন্তাবিদ আছেন, যিনি নিজের ভিওিতে একটি বিশ্লেষণ করেন এবং বলেন: জীবনে সাফল্যের ৩টি মূলনীতি রয়েছে: (১) ক্ষুধা সহ্য করার শক্তি (২): অপেক্ষা (৩): চিন্তা ভাবনা করার দক্ষতা।