Hum Nay Karbala Se Kia Seekha

Book Name:Hum Nay Karbala Se Kia Seekha

বিক্রয়ের এক শতাংশ আর বেতনভোগী তার প্রতিটি বেতন থেকে কমপক্ষে শতাংশ টাকা বের করুন এবং মাসিক ১১ শরীফের নিয়ায করলে اِنْ شَآءَ الله তার রিযিকে বরকত হবে (যদি বাড়িতে নিয়ায করতে বাধা থাকে, তাহলে যে কোনো ভালো কাজে সেই টাকা ব্যয় করতে পারেন)

দুই নম্বর নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

    হে আশিকানে রাসূল! প্রকৃত হুসাইনি হতে, ইমাম হুসাইনের পবিত্র জীবনের ফয়েয লাভ করতে নবী প্রেমিকদের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান দাওয়াতে ইসলামির ১২ দ্বীনি কাজের মধ্যে থেকে অগ্রসর হয়ে অংশ গ্রহণ করুন, নেক আমলের রিসালার উপর আমল করুন এবং মাদানী কাফেলায় সফর করুন اِنْ شَآءَ الله ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ফয়েয লাভ হবে এবং দ্বীন দুনিয়ার অগণিত কল্যাণ অর্জিত হবে শায়খে তরিক্বত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে নেক আমল নম্বর হল: আপনি কি আজ পাঁচ ওয়াক্ত নামায জামাত সহকারে আদায় করেছেন? উক্ত নেক আমলের প্রতি আমল করার বরকতে আমরা নিয়মিত নামাযি হয়ে যাব প্রিয় ইসলামী ভাইয়েরা! কালেমা পড়ার পর নামায আদায় করা প্রত্যেক মুসলমানের প্রথম ফরয ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ যুদ্ধ চলাকালীনও নামায ত্যাগ করেননি আমরা নিজেকে হুসাইনি বলে দাবি করি তাই আমাদের উচিত নিয়মিত নামায আদায় করা

পোশাকের সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত১৬৩ মাদানী ফুলপুস্তিকা থেকে পোশাকের কতিপয় মাদানী ফুল শ্রবণ করি

    ফরমানে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم: * জ্বীনের দৃষ্টি ও মানুষের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হচ্ছে, যখন কেউ কাপড় খুলে তবে যেন বিসমিল্লাহ পাঠ করে নেয়। (আল মুজামুল আওসাত, ২য় খন্ড, ৫৯ পৃষ্ঠা, হাদীস নং- ২৫০৪) প্রসিদ্ধ মুফাসীর, হাকিমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেরূপ দেয়াল ও পর্দা মানুষের দৃষ্টির আড়াল হয়ে থাকে, অনুরূপভাবে আল্লাহ পাকের এই যিকির জীনদের দৃষ্টি থেকে অন্তরাল হবে,