Book Name:Hum Nay Karbala Se Kia Seekha
সেরকম মন্দ অভ্যাস যদি আমাদেরও থাকে, ইয়াজিদের যেমন নোংরা নৈতিকতা ছিল,তবে কি ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ আমাদের উপর খুশি হয়ে যাবেন।
আসুন একটু দেখে নেই ইয়াজিদের চরিত্র কেমন ছিল? নাপাক ইয়াজিদের সেই মন্দ অভ্যাস গুলো কি ছিল যার কারণে ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ তার হাতে বাইয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান:
(১) ইয়াজিদ সুন্নত পরিবর্তনকারী ছিল
সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَوَّلُ مَنْ یُبَدِّلُ سُنَّتِی رَجُلٌ مِّنْ بَنِیْ اُمَیَّۃَ یُقَالُ لَہٗ یَزِیْدُ অর্থাৎ আমার সুন্নাত পরিবর্তনকারী প্রথম ব্যক্তি বনু উমাইয়া থেকে হবে, যার নাম হবে ইয়াজিদ। (তারিখে দামেশক, খন্ড: ৬৫ পৃষ্ঠা: ২৫০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল, ইয়াজিদ ছিল সুন্নাত পরিবর্তনকারী, সুন্নাত বিরোধী কাজের প্রবর্তক, এই দুর্ভাগা নিজেও সুন্নাতে মুস্তাফার অনুসরণ করেনি এবং অন্যকেও সুন্নাত বিরোধী কাজ করতে উৎসাহিত করতো। সুন্নাতের বিরোধিতা করা এবং সুন্নাত বিরোধী কাজ প্রবর্তন করা ইয়াজিদের কুঅভ্যাস। আমরা যদি হুসাইনি হই এবং আমরা সত্যিই হোসাইনী হতে চাই, তাহলে আমাদের উচিত ইয়াজিদের এই কুঅভ্যাসকে ঘৃণা করা, আমরা নিজেও সুন্নাতের উপর আমল করা এবং অন্যদেরকেও সুন্নাতের অনুসরণ করতে উৎসাহিত করা।
সুন্নাতের ফজিলত সম্পর্কিত ৩ হাদিস
(১) তাজেদারে রিসালাত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালবাসল সে (মূলত) আমাকে ভালবাসল আর যে আমাকে ভালবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে। (তারিখে দামেশক, খন্ড:৯ পৃষ্ঠা ৩৪৩) (২) একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনবার বললেন: আমার প্রতিনিধির প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার প্রতিনিধি কে? তিনি বললেন: আমার সুন্নাতের প্রতি ভালোবাসা স্থাপনকারী এবং অন্যকে শিক্ষা দানকারী (৩) আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ