Book Name:Hum Nay Karbala Se Kia Seekha
ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! নিঃসন্দেহে কারবালা খুবই করুণ ও হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু স্মরণ রাখবেন! কারবালা শুধু একটি ইতিহাস নয়, পৃথিবীতে অনেক ইতিহাস হয়েছে, নির্যাতন-নিপীড়নের বড় বড় কাহিনী এই পৃথিবীতে ঘটেছে, কিন্তু সে সব মুছে গেছে, এমনকি তাদের কল্পনাও মানুষের হৃদয়ে নেই। কারবালা যদি কেবল একটি ইতিহাস হতো তাহলে আজ প্রায় ১ হাজার ৩৮২ বছরেরও বেশি সময় পরেও তা মনের মধ্যে তাজা থাকত না, তাই কারবালা শুধু একটি ইতিহাসই নয়, বরং এটি জীবন শিক্ষার পরিপূর্ণ একটি গ্রন্থ। কারবালার ঘটনা আমাদেরকে সাফল্যের দিক নির্দেশনা করে, এটি অগ্রগতির ধাপ বর্ণনা করে, জীবনের নীতিগুলিও শেখায় এবং এটি সম্মান ও মর্যাদার সাথে বাঁচতেও শেখায়।
"কারবালার রক্তিম দৃশ্য" পুস্তিকা
শায়খে তরিক্বত, আমীর আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “কারবালার রক্তিম দৃশ্য” নামক একটি পুস্তিকা রয়েছে। উক্ত পুস্তিকাটি মূলত একটি চিঠির উত্তর। কেউ আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর নিকট একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি বলেছিলেন, নেকির দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক বাধা বিপত্তি ও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। জবাবে তিনি কারবালার রক্তিম দৃশ্য বয়ান করলেন এবং বললেন, কারবালার ময়দানে কারবালার শহীদরা যে নৃশংসতা সহ্য করেছেন, যে নিপীড়নের সম্মুখীন হয়েছেন, সবই ছিল নেকির দাওয়াত দেয়ার কারণে, তাই যখনই নেকির দাওয়াতের পথে বাধা বিপত্তি আসে তখন ইমাম