Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

পারা ১০, সূরা তাওবা  এর ২৯নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

قَاتِلُوا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَ لَا بِالْیَوْمِ الْاٰخِرِ وَ لَا یُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَ رَسُوْلُهٗ

কানযুল ঈমানের অনুবাদ: যুদ্ধ করো তাদের সাথে, যারা ঈমান আনেনা, আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর এবং হারাম বলে মান্য করে না বস্তুকে, যাকে হারাম করেছেন আল্লাহ তাঁর রাসূল

পারা ২৮, সূরা হাশর  এর ৭নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُۗ-وَ مَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْاۚ

কানযুল ঈমানের অনুবাদ: এবং যা কিছু তোমাদেরকে রাসূল দান করেন, তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো

পারা ২২, সূরা আহযাব  এর ৩৬নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا كَانَ لِمُؤْمِنٍ وَّ لَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَ رَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْؕ-

কানযুল ঈমানের অনুবাদ: এবং না কোন মুসলমান পুরুষ, না কোন মুসলমান নারীর জন্য শোভা পায় যে, যখন আল্লাহ রাসূল কোন নির্দেশ দেন তখন তাদের স্বীয় ব্যাপারে কোন ইখতিয়ার থাকবে

    সদরুল আফাযিল, হযরত আল্লামা মাওলানা মুফতি সায়্যিদ মুহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদীرَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: এ থেকে প্রতীয়মান হলো, মানুষের জন্য হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর আনুগত্য করা প্রত্যেকটা বিষয়েই ওয়াজিব। আর নবী করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ