Book Name:Ikhtiyarat e Mustafa
ইরশাদ করেন: হতে পারে যে, কোন ব্যক্তি নিজের আসনে ভালভাবে ঠেক লাগিয়ে বসে এবং আমার হাদীস থেকে কোন হাদীস বর্ণনা করার পর (লোকদের বিশ্বাস নষ্ট করতে গিয়ে) বলে যে, আমাদের এবং তোমাদের মাঝে আল্লাহ পাকের কিতাব কুরআন বিদ্যমান।
আমরা এতে যা হালাল পাবো, শুধুমাত্র তাকে হালাল এবং এতে যা কিছু হারাম পাবো, শুধুমাত্র তাকেই হারাম জানব। (অতঃপর ইরশাদ করেন:)
اَلَا وَاِنَّ مَا حَـرَّمَ رَسْوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَا حَـرَّمَ اللهُ
অর্থাৎ সাবধান! যে জিনিসকে আল্লাহ পাকের রাসূল হারাম করে দেন তাও আল্লাহ পাকের পক্ষ থেকে হারামের মতোই হারাম।”
(ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ, বাবু তাযীমে হাদীসে রাসূলিল্লাহ্, ১/১৬, হাদীস: ১২)
নেক আমল নম্বর ২৯ এর উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ থেকে বেঁচে থাকার, নেককাজ করার এবং রাসূলের সুন্নাতের অনুসরণ করার মানসিকতা অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশ নিন। শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাতের দেওয়া "৭২টি নেক আমল" এর উপর আমল করুন। ৭২টি নেক আমলের মধ্যে ২৯ নম্বর নেক আমলটি হলো: "আপনি কি আজ সুন্নাত অনুযায়ী খাবার খেয়েছেন এবং খাওয়ার আগে ও পরের দোয়াগুলো পড়েছেন?" এই নেক কাজটির উপর আমল করার বরকতে সুন্নাত অনুযায়ী খাবার খাওয়ার অভ্যাস গড়ে উঠবে এবং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করার