Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

ইচ্ছা করো (সুনানে কুবরা, কিতাবুল আদদ, বাবুল আহদাদ, /৭২০, হাদীস: ১৫৫২৩)

    লা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নবী করীম
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতার বিষয়ে এই হাদীস শরীফ উদ্ধৃত করার পর বলেন: এখানে হুযুরে আকদাস  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে এই সাধারণ নির্দেশ থেকে মুক্ত করে দিয়েছেন যে, মহিলাদের স্বামী মারা যাওয়ার চার মাস দশ দিন শোক পালন করা ওয়াজিব (ফতোওয়ায়ে রযবীয়া, ৩০/৫২৯)

অনুপযুক্ত কুরবানীর পশু সম্পর্কে
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ক্ষমতা

    হযরত বারা বিন আযিব رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; হযরত আবু বুরদা رَضِیَ اللهُ عَنْہُ ঈদের নামাযের পূর্বেই পশু কুরবানী করে ফেললেন, তখন নবী করীম, রউফুর রহীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এর পরিবর্তে আবারো কুরবানী করো (কেননা, এই কুরবানী হয়নি)।

    তখন তিনি আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এখন তো আমার কাছে ছয় () মাসের ছাগলের বাচ্চা আছে, যা এক বছরের ছাগল থেকে উত্তম প্রিয় নবী, হুযুর পুরনূর  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِجْعَلْهَا مَكَانَهَا،وَلَنْ تَجْزِىَ عَنْ اَحَدٍ بَعْدَكَ অর্থাৎ এর পরিবর্তে এটি জবাই করে দাও, কিন্তু তোমার পর আর কারো এরূপ করা কখনোই যথেষ্ট হবেনা

(মুসলিম, কিতাবুল আদাহি, বাবু ওয়াক্তিহা, ১০৮৪ পৃষ্ঠা, হাদীস: ১৯৬১)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! শহরে কুরবানীকারীদের জন্য আবশ্যক যে, ঈদের নামায আদায় করার